লেজুড়বৃত্তিক ছাত্র-শিক্ষক রাজনীতির মাশুল দিচ্ছে দেশ: বদিউল আলম

লেজুড়বৃত্তিক ছাত্র-শিক্ষক রাজনীতির মাশুল দিচ্ছে দেশ: বদিউল আলম

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, লেজুড়বৃত্তিক ছাত্র-শিক্ষক রাজনীতির কারণে দেশকে মাশুল দিতে হচ্ছে। রাজনৈতিক দলগুলো যদি সত্যিকার অর্থে গণতান্ত্রিক চর্চা চায়, তবে এই ধরনের রাজনীতি বন্ধে তাদের সদিচ্ছা থাকতে হবে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর লেকশোরে ‘গণতান্ত্রিক বাংলাদেশের ভবিষ্যৎ, জনমানুষের ভাবনা ও প্রত্যাশা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

বদিউল আলম মজুমদার বলেন, ছাত্র ও শিক্ষকদের রাজনীতিতে জড়িয়ে পড়ার ফলে শিক্ষা ব্যবস্থা ধ্বংসের মুখে পড়ছে। স্বৈরাচারী শাসনের পথ রুদ্ধ করতে হলে ছাত্রদের ছাত্র এবং শিক্ষকদের শিক্ষক হিসেবেই থাকতে হবে।

তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কিছু সংস্কার জরুরি। তবে এসব সংস্কারের পূর্বশর্ত হচ্ছে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email