ঢামেকে একসঙ্গে ৬ সন্তানের জন্ম দিলেন নারী

ঢামেকে একসঙ্গে ৬ সন্তানের জন্ম দিলেন নারী

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে একসঙ্গে তিন ছেলে ও তিন মেয়ের জন্ম দিয়েছেন প্রিয়া নামে এক নারী। ওজন কম হওয়ায় তিনজনকে ঢাকা মেডিকেলের এনআইসিইউ এবং বাকী তিনজনকে একটি বেসরকারি হাসপাতালে রাখা হয়েছে।

রোববার সকাল ৯টার দিকে ঢামেকের ২১২ নম্বর ওয়ার্ডে ছয় সন্তানের জন্ম দেন তিনি।

চিকিৎসকরা জানান, ছয় নবজাতকের মধ্যে তিনজন ছেলে ও তিনজন মেয়ে। তবে ওজন কম হওয়ায় তাদের মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেলের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) স্থানান্তর করা হয়েছে। বাকি তিনজনকে উন্নত চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে রাখা হয়েছে।

চিকিৎসক দল জানিয়েছেন, একসঙ্গে এতগুলো শিশুর জন্ম অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিশেষ করে জন্মের সময় ওজন কম থাকলে তাদের বেঁচে থাকার সম্ভাবনা প্রাথমিকভাবে অনিশ্চিত হয়ে পড়ে। এজন্য উন্নত চিকিৎসা ও নিয়মিত পর্যবেক্ষণ প্রয়োজন।

হাসপাতালের এক চিকিৎসক গণমাধ্যমকে বলেন, “মা বর্তমানে শারীরিকভাবে স্থিতিশীল আছেন। তবে নবজাতকদের নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে। তাদের জন্য পরবর্তী ৭২ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

এদিকে পরিবারের সদস্যরা জানান, হঠাৎ করে ছয় সন্তানের জন্মে তারা আনন্দিত হলেও নবজাতকদের সুস্থতা নিয়ে উদ্বিগ্ন। তারা সবার কাছে নবজাতকদের সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।

বাংলাদেশে একসঙ্গে এত সন্তান জন্ম দেওয়া বিরল ঘটনা হলেও অতীতে কয়েকবার এ ধরনের ঘটনা ঘটেছে। তবে অধিকাংশ ক্ষেত্রে নবজাতকদের ঝুঁকিপূর্ণ অবস্থার কারণে দীর্ঘ সময় চিকিৎসকের নিবিড় পরিচর্যার প্রয়োজন হয়।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email