জেদ্দায় আটক বাংলাদেশি পাইলট

জেদ্দায় আটক বাংলাদেশি পাইলট

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন মুনতাসির রহমান জেদ্দায় আটক হয়েছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৭৭-এর এই পাইলট পাসপোর্ট ছাড়া ফ্লাই করায় মঙ্গলবার রাতে জেদ্দা বিমানবন্দরে আটক হন।

ইমিগ্রেশনের জিজ্ঞাসাবাদের পর তাকে সকালে বিমান কর্তৃপক্ষের তত্ত্বাবধানে হোটেলে নেয়া হয়। সন্ধ্যার ফ্লাইটে তার পাসপোর্ট পাঠানোর ব্যবস্থা করা হয়েছে বলে বিমানের সুত্রে জানা গেছে।

এ ধরনের ঘটনার পুনরাবৃত্তিতে প্রশ্ন উঠেছে বিমানের জবাবদিহিতা নিয়ে। এর আগেও দোহায় পাইলট ক্যাপ্টেন ফজল মাহমুদ ও লন্ডনে ক্যাপ্টেন এনাম অনুরূপ ঘটনায় ইমিগ্রেশনে সমস্যায় পড়েন।

এ বিষয়ে বিমানের এমডি ড. মো. সাফিকুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email