নির্বাচনে সৎ নেতৃত্বকে সংসদে পাঠানোর দায়িত্ব জনগণের: অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী

নির্বাচনে সৎ নেতৃত্বকে সংসদে পাঠানোর দায়িত্ব জনগণের: অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী

চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লার পক্ষে জনমত গড়ে তুলে সৎ ও যোগ্য নেতৃত্বকে সংসদে পাঠানোই জনগণের মূল দায়িত্ব।
বৃহপ্রতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধায় চট্টগ্রাম মহানগরীর দক্ষিণ কাট্টালী এলাকার পপুলার কমিউনিটি সেন্টারে এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। বৈঠকটি অনুষ্ঠিত হয় বাসন্তী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাসন্তী উচ্চ বিদ্যালয় কেন্দ্রকে ঘিরে। সভার সভাপতিত্ব করেন ১১ নং দক্ষিণ কাট্টালী ওয়ার্ড সেক্রেটারি মাওলানা সোলাইমান এবং সঞ্চালনা করেন এডভোকেট শেখ জোবায়ের মাহমুদ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ হেলালী বলেন,
“গত ১৫ বছর আমরা আওয়ামী সরকারের নির্যাতন সহ্য করেছি। তবুও পালিয়ে যাইনি, হারিয়ে যাইনি। আমি আপনাদেরই মানুষ, জনগণের পাশে থেকে আমৃত্যু কাজ করতে চাই। তাই আগামী নির্বাচনে আপনাদের দায়িত্ব হবে দাঁড়িপাল্লার পক্ষে ঐক্যবদ্ধ জনমত সৃষ্টি করে সৎ নেতৃত্বকে বিজয়ী করা।”

তিনি আরও উল্লেখ করেন, জনগণের স্বার্থে সত্যিকারের দেশপ্রেমিক নেতৃত্বকে নির্বাচিত করা ছাড়া এই অঞ্চলের উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয়। তাই আসন্ন জাতীয় নির্বাচন হবে জনগণের ভাগ্য নির্ধারণের গুরুত্বপূর্ণ সময়।

উক্ত উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হালিশহর থানা জামায়াতের আমীর ফখরে জাহান সিরাজী এবং সহকারী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মঞ্জুরুল হক। তারা বলেন, জনগণ দীর্ঘদিন ধরে অবিচার ও বৈষম্যের শিকার। এ অবস্থার পরিবর্তনে দরকার সাহসী ও সৎ নেতৃত্ব, যা দাঁড়িপাল্লার মাধ্যমেই নিশ্চিত করা সম্ভব।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চৌধুরীপাড়া সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি আবুল হাশেম চৌধুরী, সমুদ্র অঞ্চল সাংগঠনিক ওয়ার্ডের সেক্রেটারি মাকসুদুর রহমান এবং মহল্লা কমিটির সভাপতি ফেরদৌস খান। বক্তারা জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, দেশ ও জাতির কল্যাণে সবাইকে মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে।

বক্তব্যসমূহ শেষে উপস্থিত জনসাধারণের মধ্যে নির্বাচনী কর্মপরিকল্পনা ও করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়। বৈঠকে এলাকার বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সার্বিকভাবে এই বৈঠকে বক্তারা আসন্ন নির্বাচনে জনগণের সক্রিয় ভূমিকা ও সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা বিশেষভাবে তুলে ধরেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email