চট্টগ্রাম জেলার কনস্টেবল নিয়োগ পরীক্ষায় ১০৬ জন চুড়ান্তভাবে নির্বাচিত

চট্টগ্রাম জেলার কনস্টেবল নিয়োগ পরীক্ষায় ১০৬ জন চুড়ান্তভাবে নির্বাচিত

চট্টগ্রাম জেলার পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষা, জুন-২০২৫ এর চূড়ান্ত ফলাফল আজ আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। দীর্ঘ প্রতীক্ষা শেষে কঠোর, স্বচ্ছ, নিরপেক্ষ ও মেধাভিত্তিক প্রক্রিয়ার মাধ্যমে ১০৬ জন যোগ্য প্রার্থীকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে।

নিয়োগ প্রক্রিয়ার শুরুতে অনলাইনে ৩৩০৭ জন প্রার্থী আবেদন করেন। গত ২০–২২ আগস্ট কাগজপত্র যাচাই ও শারীরিক সক্ষমতা পরীক্ষায় ২২০১ জন প্রার্থী অংশগ্রহণ করেন, যাদের মধ্যে ৯২৯ জন উত্তীর্ণ হন। পরবর্তীতে ১০ সেপ্টেম্বর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১৩৪ জন প্রার্থী মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশ নেন। কঠোর যাচাই-বাছাই শেষে সেরাদের মধ্য থেকে চূড়ান্তভাবে ১০৬ জন তরুণ-তরুণীকে পুলিশ বাহিনীর গৌরবময় যাত্রায় অন্তর্ভুক্ত করা হয়।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু বিপিএম-বার নির্বাচিত প্রার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন—
“বাংলাদেশ পুলিশের এ নিয়োগ প্রক্রিয়া সর্বদা স্বচ্ছতা ও যোগ্যতার মাপকাঠিতে পরিচালিত হয়। আজ যারা নির্বাচিত হয়েছেন তারা কেবল পুলিশ বাহিনীর নয়, সমগ্র জাতির গর্ব। তাদের সততা, শৃঙ্খলা ও দেশপ্রেম হবে জনগণের নিরাপত্তা নিশ্চিত করার মূল চালিকাশক্তি।”

চূড়ান্ত ফলাফল প্রকাশ উপলক্ষে পুলিশ সুপার মহোদয় নবনির্বাচিত প্রার্থীদের ফুলেল শুভেচ্ছা জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আশীর্বাদ করেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email