ক্লিন সিটি গড়তে নাগরিকদের পাশে চাই : মেয়র ডা. শাহাদাত

ক্লিন সিটি গড়তে নাগরিকদের পাশে চাই : মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রামকে ক্লিন সিটি হিসেবে গড়তে নাগরিক ও সামাজিক সংগঠনগুলো সহযোগিতা চেয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন৷

শনিবার সেভ দ্য নেচার অব বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে “Our nature our right, save the nature join the fight” স্লোগানকে ধারণ করে বিশ্ব পরিচ্ছন্নতা দিবস- ২০২৫ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিপ্লব উদ্যানে পরিচ্ছন্নতা কর্মসূচিতে আহবান জানান তিনি।

উক্ত কর্মসূচিতে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল ইসলাম কচি।

সেভ দ্য নেচার অব বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার সদস্য সচিব মোস্তাকিম মাহমুদ চৌধুরীর সঞ্চালনায় উক্ত কর্মসূচিতে সভাপতিত্ব করেন সেভ দ্য নেচার অব বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার আহবায়ক জসিম উদ্দিন চৌধুরী।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “ক্লিন সিটি গ্রীন সিটি” একটি আদর্শ নগরীর ধারণা। বিশ্ব পরিচ্ছন্নতা দিবসে চট্টগ্রাম নগরীর সকল নাগরিককে পরিচ্ছন্নতাকে গুরুত্ব দিতে হবে। যত্রতত্র স্থানে ময়লা না ফেলে নির্দিষ্ট বিন ব্যবহার করার পরামর্শ দেন তিনি। এছাড়া সেভ দ্য নেচার অব বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখা’র এরকম মহতী উদ্যোগকে স্বাগত জানান তিনি।”

সেভ দ্য নেচার অব বাংলাদেশ চট্টগ্রাম শাখার নেতা জসিম উদ্দিন চৌধুরী বলেন, সেভ দ্য নেচার অব বাংলাদেশ নূন্যতম ২০ শতাংশ নাগরিককে এই পরিচ্ছন্নতা আন্দোলনের সাথে সচেতনতার মাধ্যমে উক্ত কর্মসূচির আওতায় আনতে চাই।

এতে আরো উপস্থিত ছিলেন সেভ দ্য নেচার অব বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার সদস্য জমির উদ্দীন নাহিদ, এস.এম মাসুদ, মারুফ উল ইসলাম, আনোয়ার হোসেন চৌ., সালেহ নূর নাসিম, সাংবাদিক সাদ্দাম হোসাইন সাজ্জাদ, লোকমান সিকদার, এড. নজরুল ইসলাম সুমন, প্রফেসর ইকবাল হোসেন সুমন, সিদ্দিকুল ইসলাম আকাশ, এড. জিয়াউল হক সোহেল, এস. এম. তানভীর, নূর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে চট্টগ্রামের ঐতিহাসিক বিপ্লব উদ্যানে পরিষ্কার- পরিচ্ছন্নতা কর্মকাণ্ড পরিচালনা করে সেভ দ্য নেচার অব বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখা।

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email