কেউ যাতে ব্যক্তিস্বার্থে বিএনপির নাম ব্যবহার করতে না পারে : তারেক রহমান

কেউ যাতে ব্যক্তিস্বার্থে বিএনপির নাম ব্যবহার করতে না পারে : তারেক রহমান

কেউ যেন বিএনপির নাম ব্যবহার করে ব্যক্তিস্বার্থ হাসিল করতে না পারে- সে বিষয়ে দলের নেতাকর্মীদের সচেতেন থাকার নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন, আমাদের সকলকে সচেতন থাকতে হবে। আমাদের প্রত্যেকটি মানুষকে, শহীদ জিয়া এবং দেশনেত্রী খালেদা জিয়ার প্রত্যেকটি সৈনিককে অত্যন্ত সচেতেন থাকতে হবে। কেউ যেন আমাদের নাম ব্যবহার করে, এই দলের নাম ব্যবহার করে, বিএনপির নাম ব্যবহার করে তাদের ব্যক্তিস্বার্থ হাসিল করতে না পারে। কেউ যেন আমাদের নাম ব্যবহার করে জনগণের মধ্যে আমাদের সম্পর্কে বিভ্রান্তি ছড়াতে না পারে- এই ব্যাপারে প্রত্যেককে দায়িত্ব পালন করতে হবে।

শনিবার (২০ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আগামী ফেব্রুয়ারি পর্যন্ত জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তাহলে কোন ষড়যন্ত্র সফল হতে পারবে না।

তারেক রহমান বলেন, জুলাই গণঅভ্যুত্থানে স্বৈরাচার পালিয়ে গেলেও অদৃশ্য শক্তি ধীরে ধীরে মাথাচাড়া দিয়ে উঠছে। তাই একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে চূড়ান্ত বিজয় অর্জনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই।

এ সময় তিনি আরও বলেন, আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসের সবচেয়ে কঠিন নির্বাচন। আপনারা এরমধ্যেই বিভিন্ন আলামত দেখতে পাচ্ছেন। আমরা বিশ্বাস করি দেশের সকল শ্রেণী পেশার মানুষ বিএনপির সঙ্গে আছে। জনগণের রায় নিয়েই বিএনপি আগামীতে সরকার গঠন করবে ইনশাআল্লাহ। কোন ষড়যন্ত্রই বিএনপির বিজয় রুখতে পারবে না।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জনগণই বিএনপির শক্তি। তাই জনগণের ভালবাসা ও আস্থা অর্জন করতে হবে। মানুষের দ্বারে দ্বারে যেতে হবে। বিএনপির ৩১ দফা তুলে ধরতে হবে। জনগণ কি চায় শুনতে হবে।

তারেক রহমান বলেন, গত ১৬ বছর ধরে পতিত স্বৈরাচারের বিরুদ্ধে এদেশের মানুষ আন্দোলন করেছে। তাদের পতন ঘটিয়েছে। সেই স্বৈরাচার পালিয়েছে। এখন অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। অন্তর্বর্তী সরকার যে প্রস্তাবনা দিয়েছে বিএনপি অনেক আগেই সেই প্রস্তাবনার কথা বলেছে। অনেক দলের সঙ্গে বিএনপির মতের ভিন্নতা থাকতে পারে তবে বাংলাদেশ, এদেশের মানুষের ভোটের অধিকার, নিরাপত্তার প্রশ্নে কারও সঙ্গে বিএনপির কোনও মতপার্থক্য নেই।

তিনি বলেন, আগামীতে এমন একটা সরকার প্রতিষ্ঠা করতে হবে যে সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email