জাফতনগর পুলিশ ক্যাম্প পরিদর্শন করলেন পুলিশ সুপার।

জাফতনগর পুলিশ ক্যাম্প পরিদর্শন করলেন পুলিশ সুপার।

আজ ২০ সেপ্টেম্বর  চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানাধীন জাফতনগর পুলিশ ক্যাম্প পরিদর্শন করেন পুলিশ সুপার জনাব মো: সাইফুল ইসলাম সানতু বিপিএম-বার।

পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় ক্যাম্পে কর্মরত ফোর্সের আবাসন ব্যবস্থা, বিনোদন ব্যবস্থা, খাদ্য পরিবেশসহ সামগ্রিক সুযোগ-সুবিধা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং উন্নয়ন ও কল্যাণমূলক বিভিন্ন বিষয়ে নির্দেশনা প্রদান করেন।

এসময় হাটহাজারী সার্কেল অফিসার, হাটহাজারী থানার অফিসার ইনচার্জ এবং ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ উপস্থিত ছিলেন।

কর্তব্যনিষ্ঠা, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করায় কয়েকজন পুলিশ সদস্যকে তাৎক্ষণিক পুরস্কৃত করেন পুলিশ সুপার মহোদয়। পাশাপাশি ফোর্সের মনোবল বৃদ্ধি ও পারস্পরিক সৌহার্দ্য দৃঢ় করার লক্ষ্যে বড়খানা আয়োজনের নির্দেশনা প্রদান করেন তিনি।

চট্টগ্রাম জেলা পুলিশ সর্বদা ফোর্সের কল্যাণ নিশ্চিতকরণ এবং জননিরাপত্তা অটুট রাখতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email