
আজ ২০ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানাধীন জাফতনগর পুলিশ ক্যাম্প পরিদর্শন করেন পুলিশ সুপার জনাব মো: সাইফুল ইসলাম সানতু বিপিএম-বার।
পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় ক্যাম্পে কর্মরত ফোর্সের আবাসন ব্যবস্থা, বিনোদন ব্যবস্থা, খাদ্য পরিবেশসহ সামগ্রিক সুযোগ-সুবিধা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং উন্নয়ন ও কল্যাণমূলক বিভিন্ন বিষয়ে নির্দেশনা প্রদান করেন।
এসময় হাটহাজারী সার্কেল অফিসার, হাটহাজারী থানার অফিসার ইনচার্জ এবং ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ উপস্থিত ছিলেন।
কর্তব্যনিষ্ঠা, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করায় কয়েকজন পুলিশ সদস্যকে তাৎক্ষণিক পুরস্কৃত করেন পুলিশ সুপার মহোদয়। পাশাপাশি ফোর্সের মনোবল বৃদ্ধি ও পারস্পরিক সৌহার্দ্য দৃঢ় করার লক্ষ্যে বড়খানা আয়োজনের নির্দেশনা প্রদান করেন তিনি।
চট্টগ্রাম জেলা পুলিশ সর্বদা ফোর্সের কল্যাণ নিশ্চিতকরণ এবং জননিরাপত্তা অটুট রাখতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।







