৫ ভেন্যুতে মার্কস অলরাউন্ডার প্রতিভা যাচাই প্রতিযোগিতা

৫ ভেন্যুতে মার্কস অলরাউন্ডার প্রতিভা যাচাই প্রতিযোগিতা

অসাধারণ সাড়া পাওয়া মার্কস অলরাউন্ডার-২০২৫ গত ১৯ এবং ২০ সেপ্টেম্বর সফলভাবে ৫টি ভেন্যুতে (চিটাগাং পোর্ট অথরিটি স্কুল অ্যান্ড কলেজ, পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়, চিটাগাং কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ, বায়তুশ শরফ জাবেরিয়া একাডেমি স্কুল অ্যান্ড কলেজ, কক্সবাজার এবং হাটহাজারী পার্বতী মডেল হাইস্কুল) অনুষ্ঠিত হয়েছে, যেখানে অংশ নিয়েছে চট্টগ্রাম শহর, পটিয়া, হাটহাজারী ও কক্সবাজারের অনেক প্রতিভাবান শিক্ষার্থী।

বাংলাদেশের সকল স্কুল-কলেজ (প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণি) এবং সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।

গ্রুপভিত্তিক প্রতিযোগিতার বিষয়সমূহ: প্লে থেকে ৪র্থ-জুনিয়র স্কুল। বিষয়: গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, গল্প বলা।

৫ম থেকে ৮ম- মিডল স্কুল। বিষয়: গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা। ৯ম থেকে দ্বাদশ- হাইস্কুল ও কলেজ। বিষয়: গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা।
৩টি গ্রুপ থেকে সেরা ৩ অলরাউন্ডারের প্রত্যেকে পাবেন ১৫ লাখ টাকার শিক্ষাবৃত্তি। গ্র্যান্ড ফিনালেতে ফার্স্ট রানার্স আপ ও সেকেন্ড রানার্স আপরা যথাক্রমে পাবেন ৫ লাখ এবং ৩ লাখ টাকার শিক্ষাবৃত্তি। ৩টি গ্রুপের ৬টি বিষয়ের প্রত্যেকটিতে সেরা ৩ জনকে (মোট ৫৪ জন) দেওয়া হবে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক। জাতীয় পর্যায়ের চ্যাম্পিয়নদের শিক্ষা প্রতিষ্ঠান পাবে ১টি করে কম্পিউটার। মোট পুরস্কারের পরিমাণ ১ কোটি টাকারও বেশি।

বিস্তারিত জানতে এবং রেজিস্ট্রেশন করতে ভিজিট করুন: www.marksallrounder.com এবং যেকোনো প্রয়োজনে ফোন করা যাবে 09614516171 নম্বরে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email