অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রামে সমন্বয় ও স্বীকৃতি সভা অনুষ্ঠান

অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রামে সমন্বয় ও স্বীকৃতি সভা অনুষ্ঠান

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম অসহায় নারী-পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রামে কর্মরত বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে নিয়ে অনুষ্ঠিত হলো “সমন্বয় ও স্বীকৃতি সভায় প্রধান অতিথির বক্তব্যে “সমাজকে সুন্দরভাবে গড়ে তুলতে হলে সবার আগে এগিয়ে আসতে হবে সেবামূলক কাজে। অসহায় মানুষের পাশে দাঁড়ানো শুধু দায়িত্ব নয়, এটি আমাদের নৈতিক ও মানবিক কর্তব্য। আমাদের ছোট্ট একটি উদ্যোগও কারো জীবনে বড় পরিবর্তন আনতে পারে।” সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচ.এম. ওসমান গণির সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন অনলাইন নিউজ পোর্টাল শাপলা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও বনফুল এন্ড কোম্পানী লিঃ এর জিএম আমানুল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন লায়ন জাফর উল্লাহ, কলামিস্ট, লেখক, কবি, আবৃত্তি ও কণ্ঠশিল্পী এনায়েত হোসেন পলাশ। প্রধান সমন্নয়ক হিসাবে বক্তব্য রাখেন রোটারিয়ান আলহাজ্ব এস. এম. আজিজ।

সূচনা বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট এমরানুল ইসলাম মুকুল। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মঞ্জুর আহমদ, লায়ন মোহাম্মদ ফারুক আহমদ, মোহাম্মদ আওরঙ্গজেব খান সম্রাট, এস. এম. মইনুদ্দিন, আবদুল হান্নান হীরা, আব্দুল্লাহ মামুন, মাওলানা মোঃ মাহবুবুর রহমান, আলহাজ্ব মো. মাইন উদ্দিন, মোঃ শাহাজাহান, মোঃ রুহুল আমিন সালমান, মমিনুল হক খোকন, নূর হোসাইন সেলিম, মাহমুদ হায়দার জীবন, মোহাম্মদ মোজাফফর হোসেন, মোহাম্মদ আলাউদ্দিন, মোহাম্মদ মুরাদ হাসান, মোহাম্মদ সাইফুল ইসলাম সিকদার, মোহাম্মদ নুর উদ্দিন, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, হাফেজ মোহাম্মদ সাইফুল ইসলাম, মোঃ সোয়াইবুল ইসলাম নিরব, লায়ন মোহাম্মদ মাহমুদুর রহমান চৌধুরী, মোহাম্মদ আমজাদ হোসেন, ডা. এনায়েত হোসেন, লায়ন ইবনে মিজান রুবেল, মাওলানা মোঃ আবু বকর, অধ্যক্ষ কাজী আব্দুর রহমান, অধ্যক্ষ এম.এন. হোসাইন, মোহাম্মদ জিয়াউল করিম, খালেদা বেগম প্রমুখ। অনুষ্ঠানে সমাজ ও মানবকল্যাণে বিভিন্নভাবে সমাজের কল্যাণে অবদান রাখায়, সমাজ সেবা, শিক্ষা, সাংবাদিকতা, সাহিত্য-শিক্ষা ও পরিবেশ রক্ষায় অবদান রাখার জন্য ৪৫টি সমাজিক সংগঠনের সভাপতি ও সম্পাদকদ্বয়কে সম্মাননা স্মারক প্রদান করা হয় ও নৈশ প্রীতিভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলোয়াত পাঠ করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ডিডিএম অপারেশন মসজিদের মোয়াজ্জিম হাফেজ মাওলানা আবু বক্কর। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন বাচিক শিল্পী সোমা মুৎসুদ্দি।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email