দেশ গঠনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকা অপরিসীম-মিয়া গোলাম পরওয়ার

দেশ গঠনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকা অপরিসীম-মিয়া গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশের সরকারি- বেসরকারি এবং দেশ বিদেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা অপরিসীম ভূমিকা রেখে যাচ্ছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমাদের আবেগ ও ভালোবাসার জায়গা। এ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদেরকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণায় অবদান রাখতে হবে।
শনিবার রাতে নগরীর জিইসি কনভেনশন সেন্টারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমমনা শিক্ষার্থীদের মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও নির্বাহী পরিষদ সদস্য মুহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে ও বাস্তবায়ন কমিটির আহ্বায়ক চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন ও বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ড. মাহবুবূর রহমানের যৌথ সঞ্চালনায় মিলনমেলায় আরও বক্তব্য রাখেন চবির সাবেক শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ, চাকসুর সাবেক ভিপি ও কেন্দ্রীয় জামায়াত নেতা এডভোকেট জসিম উদ্দিন সরকার।
ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেন, অনেক ঐতিহ্য ও গৌরবের স্মৃতি বিজড়িত আমাদের প্রিয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্ররা আমাদের অহংকার। দেশে ও বিদেশে এ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্ররা ছড়িয়ে আছে এবং স্ব স্ব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
সভাপতির বক্তব্যে মুহাম্মদ শাহজাহান বলেন, দেশ-বিদেশে প্রতিষ্ঠিত সাবেক ছাত্ররা আগামী দিনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও বর্তমান ছাত্রদের কল্যাণ ও নানবিধ সমস্যার সমাধানে এবং সম্ভাবনার বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন।
জসিম উদ্দিন সরকার বলেন, সাবেক চবিয়ানদের এই আয়োজনে আমরা আবেগে আপ্লুত। এই আয়োজন আমাদের সবাইকে ঐক্যবদ্ধ রাখতে সহায়তা করবে।
মিলনমেলায় আরও বক্তব্য রাখেন- অধ্যাপক আহছানুল্লাহ, চবির সাবেক শিক্ষার্থী ও চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমির মুহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ও চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির আলাউদ্দিন সিকদার, খাগড়াছড়ি জেলা আমির অধ্যাপক আব্দুল মোমেন, সাবেক বিশ্ববিদ্যালয় সভাপতি ও কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম, সাবেক সভাপতি ও কেন্দ্রীয় এইচআরএম সম্পাদক সাইদুল ইসলাম, চবি শিবির সভাপতি ছাত্রনেতা মোহাম্মাদ আলী,
এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সম্মানিত সভাপতিবৃন্দ। সাবেক চবি শিবির সভাপতি শরিফ উদ্দিন পাটোয়ারী সম্মেলনের শুরুতে সংক্ষিপ্ত দারসে কোরআন পেশ করেন। উদ্বোধনী বক্তব্য পেশ করেন মিলনমেলা বাস্তবায়ন কমিটির আহবায়ক অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।

এতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী, রাংগামাটি পার্বত্য জেলা আমীর অধ্যাপক আব্দুল আলিম, বান্দরবান জেলা আমির মাওলানা আব্দুস সালাম আজাদ, ছাত্রনেতা তানজির হোসেন জুয়েল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মোহাম্মদ উল্লাহ, ফয়সাল মোহাম্মদ ইউনুস, নগর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোরশেদুল ইসলাম চৌধুরী, নগর কর্মপরিষদ সদস্য ডা. ছিদ্দিকুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান, কর্মপরিষদ সদস্য হামেদ হাসান ইলাহী, সাবেক চবি সভাপতি রাজিফুল হাসান বাপ্পি, বদিউল আলম, আমজাদ হোসেন, সাবেক ছাত্রনেতা গোলাম কবির প্রমুখ

উৎসবমুখর বর্ণাঢ্য এই চবিয়ান মিলনমেলায় বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বর্তমান সমাজ ও দেশের বিভিন্ন জায়গায় কর্মরত বিভিন্ন শ্রেণি-পেশার বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রবৃন্দ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email