দেম্বেলের ব্যালন ডি’অর জয়ে যা বললেন মেসি

দেম্বেলের ব্যালন ডি’অর জয়ে যা বললেন মেসি

ফরাসি তারকা ফুটবলার উসমান দেম্বেলে ২০২৫ সালের ব্যালন ডি’অর জিতেছেন, যা তার ক্যারিয়ারের এক নতুন অধ্যায়। এই অর্জনের জন্য তাকে শুভেচ্ছা জানিয়েছেন তার সাবেক সতীর্থ এবং আটবারের ব্যালন ডি’অর জয়ী লিওনেল মেসি।

এক বিবৃতিতে মেসি দেম্বেলেকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘গ্রান্দে ওউস! অভিনন্দন। আমি তোমার জন্য ভীষণ খুশি। এই পুরস্কার তোমারই প্রাপ্য।’

দেম্বেলে বার্সেলোনায় মেসির সাথে বেশ কয়েক মৌসুম খেলেছিলেন। যদিও বেশির ভাগ সময় তিনি চোটের কারণে মাঠের বাইরে ছিলেন, তাদের মধ্যে সম্পর্ক ও বোঝাপড়া ছিল চমৎকার।

ট্রফি হাতে ইয়ামাল ‘এখানে দাঁড়াতে পারাটা আমার জন্য গর্বের’
ট্রফি হাতে ইয়ামাল ‘এখানে দাঁড়াতে পারাটা আমার জন্য গর্বের’
বিস্তারিত পড়ুন

অন্যদিকে, ব্যালন ডি’অরের এই তালিকায় দ্বিতীয় স্থান অধিকার করেছেন বার্সেলোনার আরেক উদীয়মান তারকা লামিন ইয়ামাল। ১৮ বছর বয়সি এই উইঙ্গার তার দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে ফুটবল বিশ্বকে মুগ্ধ করেছেন।

গত মৌসুমে ৫৫ ম্যাচে ১৮টি গোল এবং ২৫টি অ্যাসিস্ট করে তিনি বার্সেলোনাকে লা লিগা, কোপা দেল রে এবং স্প্যানিশ সুপার কাপ জিততে সাহায্য করেছেন।

রূপালী বাংলাদেশ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email