ঢাকা উত্তর সিটির সাবেক কাউন্সিলর আ’লীগ নেত্রী নার্গিস গ্রেপ্তার

ঢাকা উত্তর সিটির সাবেক কাউন্সিলর আ’লীগ নেত্রী নার্গিস গ্রেপ্তার

ঢাকা উত্তর সিটি করপোরেশনের সংরক্ষিত আসনের সাবেক কাউন্সিলর ও মহিলা আওয়ামী লীগ নেত্রী হাজেরা খাতুন ওরফে নার্গিসকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) গুলশান থানার ওসি হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে শাহজাদপুরের আজমেরী এলাকার নিজ বাসা থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক নারী কাউন্সিলর হাজেরা খাতুন নার্গিসকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ। আইনি অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

২০২৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের সংরক্ষিত আসন (০১, ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ড) থেকে কাউন্সিলর নির্বাচিত হন হাজেরা খাতুন। তিনি দীর্ঘদিন ধরে মহিলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email