বিয়ের আগের দিনের অনুভূতি জানালেন তানিয়া বৃষ্টি

বিয়ের আগের দিনের অনুভূতি জানালেন তানিয়া বৃষ্টি

বর্তমান সময়ের ব্যস্ত অভিনেত্রীদের মধ্যে অন্যতম তানিয়া বৃষ্টি। ইউটিউবে নিয়মিতই তার অভিনীত নতুন নতুন নাটক প্রকাশিত হচ্ছে যা দ্রুতই বেশ সাড়া ফেলছে। সম্প্রতি স্বল্প সময়ের ব্যবধানে বেশ কয়েকটি নাটক প্রকাশ হয়েছে তার। তাই দর্শকের মাঝে আলোচনায়ও রয়েছেন এই অভিনেত্রী।

এমন আবহে ফের নাটক নিয়েই ব্যস্ততা শুরু অভিনেত্রীর। সম্রাট জাহাঙ্গীরের পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘মায়ার বাঁধন’-এর কাজ করছেন তানিয়া বৃষ্টি। এই নাটকে তিনি ‘মায়া’ চরিত্রে অভিনয় করছেন, যাকে দেখা যাবে বিয়ের দৃশ্যে, কনে রূপে।

সম্প্রতি এই নাটকের শুটিংয়ের সময় সংবাদমাধ্যমের মুখোমুখি হন তানিয়া। নাটকের গল্প প্রসঙ্গে তানিয়া বৃষ্টি বলেন, “নাটকে আমার বিয়ে হচ্ছে, নাটকের নাম হচ্ছে ‘মায়ার বাঁধন’। অনেক বছর পর আসলে সিরিয়াল করছি। গল্পটা খুবই সুন্দর, পারিবারিক একটা গল্প। গল্পটা পড়েই খুব ভালো লেগেছে।”

এর আগে বহু নাটকে বিয়ের দৃশ্যে কনের চরিত্রে কাজ করেছেন এই অভিনেত্রী। সে অভিজ্ঞতা নিয়ে তানিয়া বলেন, ‘এর আগে এতবার আমার অন-স্ক্রিন হলুদ হয়েছে, সব মিলিয়ে আসলে ডিফারেন্ট কিছু না। কিন্তু প্রত্যেকটা চরিত্র তো ডিফারেন্ট হয়, তাই ওই জায়গা থেকে ভালো লাগছে।’

এরপর কথা প্রসঙ্গে বিয়ের আগের দিনের অনুভূতি নিয়ে কথা বলেন তানিয়া বৃষ্টি। বলেন, ‘বিয়ের আগের দিনের ফিলিংসটা যদি ভালোবাসার মানুষের সাথে হয় তাহলে তো খুবই সুন্দর। আর ভালোবাসার মানুষের সাথে না হলেও যদি অ্যারেঞ্জ ম্যারেজও হয়… যেমন এই গল্পে আমার বিয়েটা মোটামুটি অ্যারেঞ্জ। মায়া একদিকে নার্ভাস, একদিকে খুব এক্সাইটেড। নতুন একটা পরিবার পাচ্ছে।’

নার্ভাস হওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘নিজের পরিবার ছেড়ে যাচ্ছে, ওই পরিবারে নিজেকে কতটা মানিয়ে নিতে পারবে বা সামনে কী হতে যাচ্ছে, কীভাবে নিজেকে ওখানে মানিয়ে নিতে পারবে, সে ব্যাপারটা থাকছে।’

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email