আল্লাহ চাইলে বিয়ে হবে- প্রভা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আল্লাহ চাইলে বিয়ে হবে- প্রভা

জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা আবারও আলোচনায়। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের কৌতূহল বরাবরই তাকে ঘিরে থাকে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুক লাইভে এসে ভক্তদের সঙ্গে সরাসরি কথা বলেন এই অভিনেত্রী, যেখানে উঠে আসে কাজ, জীবনদর্শন ও বিয়ে প্রসঙ্গ।

লাইভের শুরুতেই নতুন বছরের শুভেচ্ছা জানালেও প্রভা জানান, ব্যক্তিগতভাবে নতুন বছর উদযাপনের বিষয়টি তার খুব পছন্দ নয়। তার ভাষায়, সামাজিক সৌজন্য হিসেবেই এসব শুভেচ্ছা জানানো হয়। তিনি বলেন, শুভকামনা জানানো যেকোনো সময়ই সম্ভব, তবে সামাজিক রীতির বিষয়টিও তিনি বুঝতে পারেন।

লাইভ চলাকালে ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রভা। কাজ ও অভিনয় নিয়ে প্রশ্নে সাবলীল থাকলেও ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন আসতেই কিছুটা বিরক্তি প্রকাশ করেন তিনি। বিশেষ করে বিয়ে নিয়ে প্রশ্নের বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন এই অভিনেত্রী।

প্রভা বলেন, ‘বিয়ে, সন্তান কিংবা বিচ্ছেদ- এসব একান্তই ব্যক্তিগত বিষয়। এ ধরনের প্রশ্ন করা শালীনতার মধ্যে পড়ে না। প্রত্যেক মানুষের জীবন আলাদা। আল্লাহ যেদিন যা লিখে রেখেছেন, সেদিন সেটাই হবে। আল্লাহ চাইলে অবশ্যই বিয়ে হবে।’

২০১০ সালের ১৯ আগস্ট নাট্য পরিচালক চয়নিকা চৌধুরীর ‘পালিয়ে বিয়ে’ নাটকের শুটিংয়ের সময় অভিনেতা অপূর্বর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান প্রভা। পরে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হলেও সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। বিচ্ছেদের পর কিছুটা আড়ালে চলে গেলেও বর্তমানে মাঝেমধ্যে অভিনয়ে ফিরছেন এই অভিনেত্রী।

উল্লেখ্য, ২০০৫ সালে মেরিল সোপের একটি বিজ্ঞাপনের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন প্রভা। পরবর্তীতে টেলিভিশন নাটকে নিয়মিত অভিনয় করে দ্রুত জনপ্রিয়তা অর্জন করেন। যদিও মাঝেমধ্যে চলচ্চিত্রে কাজের গুঞ্জন শোনা গেলেও নাটকেই তাকে বেশি দেখা গেছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email