এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

১৭ বছরের নির্বাসিত অধ্যায়ের অবসানের পর রাজনীতির মাঠে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরার পর এই প্রথম রাজধানীর বাইরে সফরে বের হচ্ছেন তিনি। আগামী ১১ জানুয়ারি জন্মভূমি বগুড়ার উদ্দেশে যাত্রার শুরুতেই টাঙ্গাইলে থামবেন তারেক রহমান। সেখানে তিনি মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করবেন এবং দোয়া মাহফিলে অংশ নেবেন।
বুধবার বিএনপির চেয়ারপারসনের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির বিস্তারিত জানানো হয়।
দলীয় সূত্র অনুযায়ী, ১১ জানুয়ারি সকাল ৯ থেকে ১০টার মধ্যে ঢাকার বাসভবন থেকে সড়কপথে যাত্রা শুরু করবেন তারেক রহমান। দুপুর আনুমানিক ১টার দিকে তিনি টাঙ্গাইলে পৌঁছাবেন। সেখানে মাওলানা ভাসানীর মাজার জিয়ারত শেষে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেবেন তিনি।
এই কর্মসূচিতে উপস্থিত থাকবেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক এবং টাঙ্গাইল-৫ (সদর) আসনে দলের মনোনীত সংসদ সদস্য প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুসহ বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা।
ঢাকার বাইরে তারেক রহমানের এটিই প্রথম আনুষ্ঠানিক কর্মসূচি হওয়ায় টাঙ্গাইল জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। তার আগমন উপলক্ষে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল অংশে নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছেন।
দলীয় নেতারা জানিয়েছেন, টাঙ্গাইল জেলার মির্জাপুর অংশ থেকেই তারেক রহমানকে বরণ করে নেওয়ার আয়োজন শুরু হয়েছে। একই সঙ্গে তার সফরকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।
এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দীর্ঘ ১৭ বছর পর দেশনায়ক তারেক রহমান দেশে ফিরে প্রথম জেলা সফর হিসেবে টাঙ্গাইলে আসছেন। এ সফরকে ঘিরে পুরো টাঙ্গাইলে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ইনশাল্লাহ, সর্বোচ্চ সম্মানের সঙ্গে তাঁকে সংবর্ধনা জানাতে আমরা প্রস্তুত। টাঙ্গাইলবাসী অধীর আগ্রহে তাঁর আগমনের অপেক্ষায় রয়েছে।
তিনি আরও বলেন, তারেক রহমানের আগমন এবং দোয়া মাহফিল সফল করতে দলীয়ভাবে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।







