জাতীয় নির্বাচন একটি রাষ্ট্রের গণতান্ত্রিক অভিযাত্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়-আবু সুফিয়ান

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয় নির্বাচন একটি রাষ্ট্রের গণতান্ত্রিক অভিযাত্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়-আবু সুফিয়ান

চট্টগ্রাম-৯ আসনের বিএনপির প্রার্থী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান বলেছেন, জাতীয় নির্বাচন একটি রাষ্ট্রের গণতান্ত্রিক অভিযাত্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। এই নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে দেশ পরিচালনার ভার অর্পণ করেন।
ফ্যাসিষ্ট হাসিনা গত ১৭ বছর এদেশে নির্বাচনের নামে তামাশা করেছিল। মানুষ তার ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল। আজ আমাদের সামনে সুযোগ এসেছে একটি শান্তিপূর্ণ অবাধ ও সুষ্ঠু নর্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা।

তিনি আজ ৮ জানুয়ারী (বৃহস্পতিবার) বিকাল ৪ টায় নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের সম্মুখ মাঠে চট্টগ্রাম মহানগর যুবদলের অন্তর্র্গত সংসদীয় আসন চট্টগ্রাম -৯ এর কোতোয়ালী, বাকলিয়া, চকবাজার থানা যুবদলের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ভোটাধিকার প্রয়োগ করা শুধু নাগরিক দায়িত্ব নয়, এটা আমাদের সাংবিধানিক অধিকারও। প্রতিটি ভোটও মূল্যবান এভোটে নির্ধারিত হবে আগামীর পথচলা। আমাদের গুপ্ত রাজনীতি সম্পর্কে সর্বদা সজাগ ও সতর্ক থাকতে হবে। যুবদলের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ থেকে ফ্যাসিষ্ট হাসিনা বিরোধী আন্দোলনের ন্যায় দেশবিরোধী যেকোন চক্রান্ত রুখে দিতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার আলোকেই পরিচালিত হবে আগামীর বাংলাদেশ।

বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেন, একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন এই মুহূর্তে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এমন নির্বাচন যেখানে জনগণ ভয় ও প্রভাবমুক্ত হয়ে তাদের পছন্দের প্রর্থীকে ভোট দিতে পারবে। গণতন্ত্র টিকিয়ে রাখতে হলে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা নিশ্চিত করতে হবে। ধানের শীষের প্রার্থী আবু সুফিয়ান তৃণমূল থেকে উঠে আসা ছাত্রদলের সোনালী ফসল। ধানের শীষৈর প্রার্থী আবু সুফিয়ানকে বিপুল ভোটে বিজয়ী করতে চট্টগ্রাম মহানগর যুবদল দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

মতবিনিময় সভায় প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেন, দেশের উন্নয়ন শান্তি স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য প্রয়োজন সৎ দক্ষ ও জনবান্ধব নেতৃত্ব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ধানের শীষ তুলে দিয়েছেন ছাত্রদল থেকে উঠে আসা কর্মী বান্ধব নেতৃত্ব আবু সুফিয়ানকে। তিনি এ সময় কোতোয়ালী, বাকলিয়া, চকবাজার থানা যুবদলের আওতাধীন ওয়ার্ড ও সংশ্লিষ্ট ইউনিট নেতৃবৃন্দকে তারেক রহমানের ৩১ দফা ভোটারদের ঘরে ঘরে পৌঁছে দেয়ার আহবান জানান।

কোতোয়ালী থানা যুবদলের সদস্য সচিব মো: হাসানের সভাপতিত্বে ও বাকলিয়া থানা যুবদলের সদস্য সচিব মো: মুছার পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি ইকবাল হোসেন, এম এ রাজ্জাক, ফজলুল হক সুমন, নাছির উদ্দিন চৌধুরী নাছিম, মুজিবুর রহমান, সাবেক সি: যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন, সাবেক যুগ্ম সম্পাদক সেলিম খান, আবদুল্লাহ আল টিটু, সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, একরামুল হক ছট্টু, সাবেক সহসাধারণ সম্পাদক আসাদুর রহমান টিপু, মুজিবুর রহমান রাসেল, সাবেক সম্পাদক ম-লীর সদস্য মো: জসিম উদ্দিন সাগর, মো: আলাউদ্দিন, ইফতেখার শাহরিয়ার আজম, সাবেক সহসম্পাদক কামাল উদ্দিন, শাহেদুল ইসলাম, জহিরুল ইসলাম জহির, জিয়াউল হক মিন্টু, মেজবাহ উদ্দিন মিন্টু, আনোয়ার হোসেন, মো: জসিম উদ্দিন, শেখ কামাল আলম, আবদুল্লাহ আল মামুন জিতু, সাবেক সদস্য শাখাওয়াত হোসেন টিপু, মাহাবুব খান জনি, শাবাব ইয়াজদানি, কলিম উল্লাহ, আবদুল্লাহ আল মামুন, আকবর হোসেন, চকবাজার থানা যুবদলের সাবেক আহবায়ক ইসমাইল হোসেন লেদু, কোতোয়ালী থানা যুবদলের সাবেক সি: যুগ্ম আহবায়ক মো: আবদুল জলিল, চকবাজার থানা যুবদলের সাবেক সি: যুগ্ম আহবায়ক মো: সোহেল, বাকলিয়া থানা যুবদলের সি: যুগ্ম আহবায়ক মোস্তাকিম মাহমুদ সহ কোতোয়ালী, বাকলিয়া ও চকবাজার থানা যুবদলের অন্তর্ভূক্ত ওয়ার্ড, সংশ্লিষ্ট ইউনিট যুবদলের নেতৃবৃন্দ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email