বর্তমান জেলা প্রশাসক বিপ্লবকে ধারন করায় ফ্যাসিবাদী শক্তি তাকে সরিয়ে দেয়ার ষড়যন্ত্র করছে

বর্তমান জেলা প্রশাসক বিপ্লবকে ধারন করায় ফ্যাসিবাদী শক্তি তাকে সরিয়ে দেয়ার ষড়যন্ত্র করছে

আর্থিক লেনদেনের মাধ্যমে চট্টগ্রামের জেলা প্রশাসকের পদ বাগিয়ে নেয়ার অভিযোগ তুলে আব্দুল আউয়ালের বিরুদ্ধে মানববন্ধন হয়েছে চট্টগ্রামে। জুলাই বিপ্লবে নেতৃত্ব দেয়া ছাত্র সমাজের ব্যানারে সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন হাজারো শহীদরে রক্তের উপর দাড়িয়ে এখনো সচিবালয়ে ঘুষের লেনদেন হচ্ছে। সবশেষ চট্টগ্রামের জেলা প্রশাসক পদের জন্য নওগাঁর ডিসি ঘুষ প্রদান করেছেন। এমন অনৈতিক কার্যক্রম শহীদদের রক্তের সাথে বেঈমানী বলেও জানান বক্তারা। একই সাথে জুলাই বিপ্লব পরবর্তী সময়ে চট্টগ্রামে জেলা প্রশাসক ফরিদা খানম বিপ্লবকে ধারন করে যে ভূমিকা রেখেছেন তার প্রশংসার দাবি রাখে। তাই বর্তমান জেলা প্রশাসককে পুনরায় বহালের দাবি জানান ছাত্ররা। বর্তমান জেলা প্রশাসক বিপ্লবকে ধারন করায় ফ্যাসিবাদী শক্তি তাকে সরিয়ে দেয়ার ষড়যন্ত্র করছে, যা ছাত্র সমাজ প্রতিহত করবে বলেও হুশিয়ারী দেন বক্তারা।

বর্তমান জেলা প্রশাসক বিপ্লবকে ধারন করায় ফ্যাসিবাদী শক্তি তাকে সরিয়ে দেয়ার ষড়যন্ত্র করছে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email