
দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন। ইতোমধ্যেই শুরু হয়ে গেছে চাকসু নির্বাচনের প্রচার-প্রচারণা। চাকসু নির্বাচনকে সামনে রেখে প্রচারণা চালাচ্ছে ছাত্রদল সমর্থিত প্যানেল। নির্বাচনী প্রচারণায় শিক্ষার্থীদের সমস্যাগুলোকে চিহ্নিত করে দ্রুত সময়ে তা সমাধান করার প্রত্যয় ব্যক্ত করছে ছাত্রদল সমর্থিত প্যানেল। ভিন্নধর্মী এ প্রচারণার জন্য চাকসুতে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে ছাত্রদল সমর্থিত প্যানেল।
আবাসন সংকট, যাতায়াত সমস্যা, শাটল ট্রেনে পর্যাপ্ত পরিমাণ বগি ও সিডিউল না থাকা, হল ডাইনিং-এর নিম্নমানের খাবার ইত্যাদি সমস্যাগুলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিত্যদিনের সঙ্গী। চাকসু নির্বাচনী প্রচারণায় শিক্ষার্থীদের এ সকল সমস্যাকে সমাধানে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল।
এ বিষয়ে চাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি পদপ্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় দৈনিক দিনকালের চবি প্রতিনিধি আল ইয়ামিম আফ্রিদি কে বলেন, শিক্ষার্থীদের সমস্যাগুলো অগ্রাধিকার দিয়ে সমাধানের জন্য আমরা কাজ করব। শতভাগ আবাসন, শাটল ট্রেন সংস্কার ও বগি সংকট নিরসনে পদক্ষেপ নেওয়া হবে। আমরা শিক্ষার্থীদের অধিকার রক্ষায় আপসহীন থাকবো।
এ বিষয়ে ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস পদপ্রার্থী মোঃ শাফায়াত হোসেন দৈনিক দিনকালের চবি প্রতিনিধি আল ইয়ামিম আফ্রিদি কে বলেন, প্রথমেই আমরা শিক্ষার্থীদের মূল সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে চিহ্নিত করব। এরপর প্রশাসন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সরকারের সঙ্গে নিয়মিত আলোচনা ও চাপ সৃষ্টি করে দ্রুত এবং কার্যকর সমাধান নিশ্চিত করব। চাকসু হবে শিক্ষার্থীদের সমস্যা সমাধানের সেতু, যেখানে শিক্ষার্থীদের দাবি, দাবি বাস্তবায়নের পরিকল্পনা এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় সবই একসাথে চলবে। তিনি আরও বলেন, বর্তমানে শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ভোগছেন আবাসন সংকট, দুর্বল শাটল ও বাস সেবা, নিরাপত্তাহীনতা, মানসম্মত খাবারের অভাব এবং চিকিৎসা সুবিধার ঘাটতিতে। পাশাপাশি, শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত সাংস্কৃতিক ও খেলাধুলার সুযোগও সীমিত। এই সমস্যাগুলো সমাধান না হলে শিক্ষার্থীরা তাদের পূর্ণ সম্ভাবনা বিকাশ করতে পারবে না। তাই এগুলো আমাদের অগ্রাধিকার ভিত্তিক সমাধান তালিকার শীর্ষে থাকবে।
চাকসু নির্বাচনী প্রচারণায় নানা সমস্যায় জর্জরিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে একটি শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস হিসেবে গড়ে তোলার আশ্বাস দিয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা। নির্বাচিত হলে শতভাগ আবাসন নিশ্চিত,শাটলের লাইন ২ টিতে উন্নত করা, শাটলের বগি ও সিডিউল সংখ্যা বৃদ্ধি, হল ডাইনিং-এর খাবারের মান উন্নয়ন ও মান উন্নয়নে প্রশাসনের ভর্তুকি নিশ্চিত, ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে জোরদার ব্যবস্থা ইত্যাদি বিষয়ে কার্যকারী পদক্ষেপ নেওয়ার কথা ব্যক্ত করেছেন ছাত্রদল সমর্থিত প্যানেলে।