বিশ্ব পর্যটন দিবস ২০২৫ উপলক্ষে চট্টগ্রামে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

বিশ্ব পর্যটন দিবস ২০২৫ উপলক্ষে চট্টগ্রামে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

বিশ্ব পর্যটন দিবস ২০২৫ উপলক্ষে চট্টগ্রামে জেলা প্রশাসনের উদ্যোগে এবং বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের সহযোগিতায় একটি বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। “Tourism for Sustainable Transformation” (টেকসই উন্নয়নে পর্যটন) শীর্ষক এবারের প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই র‍্যালি ছিল সচেতনতামূলক ও উৎসবমুখর পরিবেশে ভরপুর।
র‍্যালিটি সকালে চট্টগ্রামের বহুল পরিচিত হোটেল সৈকতের সামনে থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে অংশগ্রহণ করেন জেলা প্রশাসন, চট্টগ্রাম ট্যুরিস্ট পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,
হোটেল সৈকত এর ব্যবস্থাপক, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের প্রতিনিধি, হোটেল ও রিসোর্ট মালিকগণ, পর্যটন সংগঠনের সদস্য, গাইড ও ভ্রমণবিষয়ক উদ্যোক্তাসহ নানা শ্রেণিপেশার মানুষ।
র‍্যালিতে অংশগ্রহণকারীরা প্ল্যাকার্ড, ব্যানার ও শ্লোগানের মাধ্যমে পর্যটনের টেকসই উন্নয়ন, প্রাকৃতিক পরিবেশের সংরক্ষণ এবং স্থানীয় পর্যটনখাতকে আরও শক্তিশালী করার বার্তা ছড়িয়ে দেন। এছাড়াও অংশগ্রহনকারীরা পর্যটনের সম্ভাবনাকে কাজে লাগিয়ে আঞ্চলিক অর্থনীতি এবং কর্মসংস্থান বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email