
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নির্মাধীন ৫০০ মেট্রিকটন ধারণক্ষমতা সম্পন্ন খাদ্য গুদাম পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের খাদ্য মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা আলী ইমাম মজুমদার।
রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় তিনি আনোয়ারার সদরে নির্মাণাধীন এই প্রকল্প ঘুরে দেখেন। এসময় উপদেষ্টা সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান ও প্রকৌশলীদের সঙ্গে কথা বলেন এবং প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করার ওপর জোর দেন।
প্রকল্প সূত্রে জানা গেছে, “দেশের বিভিন্ন কৌশলগত স্থানে নতুন খাদ্য গুদাম ও আনুষঙ্গিক সুবিধাদি নির্মাণ” শীর্ষক প্রকল্পের আওতায় আনোয়ারা, সাতকানিয়া ও সন্দ্বীপ উপজেলায় মোট ১০ কোটি ৭৪ লাখ ৩৩ হাজার ৩২ টাকায় তিনটি খাদ্য গুদাম নির্মাণ হচ্ছে। আগামী বছরের জুলাই মাসে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে।
পরিদর্শনকালে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার সাংবাদিকদের বলেন,খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সারাদেশে নতুন খাদ্য গুদাম নির্মাণ করছে। আনোয়ারায় ইতিমধ্যে ১ হাজার মেট্রিকটন ধারণক্ষমতা সম্পন্ন একটি গুদাম রয়েছে। এর সঙ্গে আরও ৫শ’ মেট্রিকটন ধারণক্ষমতা সম্পন্ন একটি আধুনিক গুদাম যুক্ত হচ্ছে। কাজের অগ্রগতি সন্তোষজনক। আশা করছি আগামী জুনের মধ্যেই নির্মাণ কাজ শেষ হবে এবং এ অঞ্চলের খাদ্য সংরক্ষণ সক্ষমতা দ্বিগুণ হবে।
তিনি আরও বলেন, শুধু গুদাম নয়, খাদ্য ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও দক্ষতাও নিশ্চিত করা হচ্ছে। জনগণের খাদ্য নিরাপত্তা রক্ষা করা আমাদের অগ্রাধিকার। এজন্য প্রত্যেকটি কাজ সঠিকভাবে সম্পন্ন করতে হবে।
পরিদর্শনে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. আবুল হাছানাত হুমায়ুন কবীর, চট্টগ্রাম আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এস এম কায়সার আলী, জেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ রিয়াদ কামাল রনি, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার, আনোয়ারা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জান্নাতুল আকসা প্রমুখ উপস্থিত ছিলেন।