চন্দনাইশে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ করেন সাবেক বিচারপতি মামুন

চন্দনাইশে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ করেন সাবেক বিচারপতি মামুন

চট্টগ্রামের চন্দনাইশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি সাধারণ জনগণের মাঝে পৌঁছে দিতে লিফলেট বিতরণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও মহামান্য হাইকোর্টের সাবেক বিচারপতি-আবদুস ছালাম মামুন।

সোমবার (২৯ই সেপ্টেম্বর) বিকালে উপজেলার গাছবাড়িয়া কলেজ গেইট ও খাঁনহাট এলাকায় এই লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় আরো উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি সিরাজুল ইসলাম, যুগ্ম-সম্পাদক আবু বক্কর,চন্দনাইশ উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবু ইউছুফ,পৌরসভা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ইয়াকুব নবী সুমন, বিএনপি নেতা সুলতান সওদাগর, ফারুক মিয়া, যুবদল নেতা ফারুক,শওকত প্রমুখ।

এসময় বিচারপতি আবদুস ছালাম মামুন বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৩ সালের ১৩ জুলাই যে ৩১ দফা ঘোষণা করেছিলেন,তাতে নাগরিক অধিকার,আইনের শাসন,বৈষম্যহীন রাষ্ট্র ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার অঙ্গীকার রয়েছে। এই বার্তাগুলো সাধারণ জনগণের মাঝে ছড়িয়ে দিতেই আমাদের এই উদ্যোগ। এই ৩১ দফা বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশ হবে একটি সুখী, সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email