
ইসরায়েলের অবরোধ ভেঙে আন্তর্জাতিক মানবাধিকারকর্মীরা ত্রাণ নিয়ে গাজার জলসীমায় ঢুকে পড়েছেন। তাদের এই দুঃসাহসিক উদ্যোগ ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
আজ বৃহস্পতিবার ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা লাইভ ট্র্যাকারের’ বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।
সংবাদ প্রতিবেদনে বলা হয়, ‘মিকেনো’ নামের এক জাহাজ ইসরায়েলের অবরোধ ভেঙে গাজার জলসীমায় ঢুকে পড়েছে।
এর আগে ফিলিস্তিনের গাজা উপত্যকার উদ্দেশে ত্রাণ নিয়ে এগিয়ে যাওয়া ‘ফ্লোটিলার’ বেশ কয়েকটি জাহাজের নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েলি সেনা। অন্যগুলোর নিয়ন্ত্রণ নিতেও ইসরায়েলি বাহিনী কাজ করছে।
ইসরায়েলি বাহিনী গাজার জলসীমায় ঢুকে পড়া জাহাজটির দখল নিয়েছে কিনা, তা এখনো স্পষ্ট নয়।
প্রতিবেদনে আরও বলা হয়, ২৪টি জাহাজ নিয়ে ইসরায়েলি কমান্ডোরা অভিযান অব্যাহত রেখেছেন।