খাগড়াছড়িতে স্বাভাবিক অবস্থায় ফিরেছে

খাগড়াছড়িতে স্বাভাবিক অবস্থায় ফিরেছে
খাগড়াছড়িতে স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। দূরপাল্লার ও আন্তঃউপজেলার যাত্রীবাহী সকল যানবাহন চলাচল করছে। পণ্যবাহী ট্রাকগুলোও বিভিন্ন জেলায় যাতায়াত করছে। তবে জেলা প্রশাসনের জারিকৃত ১৪৪ ধারা অব্যাহত রয়েছে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, অবরোধ-মিছিল-মিটিং এসবের উপর নিষেধাজ্ঞা রয়েছে। শহরে জনজীবন শিথিল করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিকের দিকে এগোচ্ছে। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনসার টহল দিচ্ছে।

পাশাপাশি গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে। 

তিনি আরও জানান, ঢাকা-চট্টগ্রাম-কুমিল্লা-ফেনী সহ বিভিন্ন জেলার যাত্রীবাহী কোচগুলো আসা-যাওয়া করছে। সাজেকে গত দুই দিনে ৪০টি পর্যটকবাহী পিকআপ গাড়ি গিয়েছে। কাউন্টারের দায়িত্বে থাকা মোহাম্মদ আরিফ তা জানিয়েছেন।

খাগড়াছড়িতে জুম্ম ছাত্র-জনতা শারদীয় দুর্গাপূজা ও প্রশাসন তাদের দেওয়া দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে গত মঙ্গলবার রাত ১১টা থেকে আগামী রবিবার (৫ অক্টোবর) পর্যন্ত তাদের অবরোধ কর্মসূচি স্থগিত করেছে। এতে জনজীবনে স্বস্তি ফিরেছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ) জেলার সিঙ্গিনালা এলাকায় প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠে। এর প্রতিবাদে অবরোধ ডাকা হয়। অবরোধে দফা দফায় বিক্ষিপ্ত ঘটনার পর প্রশাসন শনিবার বেলা দুইটা থেকে ১৪৪ ধারা জারি করে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email