আনোয়ারায় সাপের কামড়ে প্রাণ গেল স্কুলছাত্রের

আনোয়ারায় সাপের কামড়ে প্রাণ গেল স্কুলছাত্রের

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সাপের কামড়ে জাহেদুল ইসলাম (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ১১নং জুঁইদন্ডি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের লামার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাহেদুল ইসলাম স্থানীয় বাসিন্দা আমির হোসেনের ছেলে।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, বিকেলে জাহেদুলকে সাপ কামড় দেয়। তবে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি। সন্ধ্যা ৭টার দিকে পরিবারের সদস্যরা তাকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, জাহেদুল ইসলামকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার ডান পায়ে সাপের কামড়ের চিহ্ন ছিল। ধারণা করা হচ্ছে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email