
ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ গঠনে মসজিদ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি শুধু ইবাদতের স্থান নয়, সমাজে সৎ, ন্যায়পরায়ণ ও আদর্শ নাগরিক গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মসজিদ। সমাজ থেকে অস্থিরতা ও অবক্ষয় দূর করতে এবং মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে ধর্মীয় মূল্যবোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে মানুষ একত্রিত হয়ে শুধু নামাজ আদায় করে না, বরং একে অপরের সুখ-দুঃখ ভাগ করে নেয়। ধর্মীয় শিক্ষা গ্রহণ করে এবং একটি উন্নত সমাজ গঠনে ঐক্যবদ্ধ হয়। এই রাউলিবাগ বায়তুল আমান জামে মসজিদের পুনর্নির্মাণ কাজ সম্পন্ন হলে এলাকার মুসল্লিদের জন্য এটি আরও আধুনিক সুযোগ সুবিধাসম্পন্ন ইবাদতখানা হবে। এই মসজিদের জন্য আমার সর্বাত্বক সহযোগিতা অব্যাহত থাকবে।
শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে চন্দনাইশ উপজেলার বরমা সাতঘাটিয়া পুকুর পাড় সংলগ্ন রাউলিবাগ বায়তুল আমান জামে মসজিদের পুনর্নির্মাণ কাজের পরিদর্শন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
চন্দনাইশ উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ন আহবায়ক নাজিমুল হক চৌধুরীর সভাপতিত্বে বরমা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাওলানা আজিজুর রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাউলিবাগ বাইতুল আমান জামে মসজিদের সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দিন, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. ইখতিয়ার হোসেন, খন্দকার হেলাল উদ্দিন সিআইপি, দক্ষিণ জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনজুর আলম তালুকদার, চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক শহিদুল ইসলাম খান, চন্দনাইশ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোনায়েম খান, সদস্য সচিব জাহাঙ্গীর আলম, বান্দরবান সরকারি কলেজের অধ্যক্ষ নুরুল আবছার, বিএনপি নেতা সুমন, দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ জসিম, বরমা ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য হাজি নওশা মিয়া, রাউলিবাগ বাইতুল আমান জামে মসজিদের পেশ ইমাম নূর হোসেন প্রমুখ।