
আনোয়ারায় উপজেলায় পরিবেশের সৌন্দর্য ফেরাতে দলীর নেতাকর্মী ও নিজ সমর্থকদের ব্যানার-বিলবোর্ড অপসারণ করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন মোহাম্মদ হেলাল উদ্দিন।
গতকাল শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় তিনি চাতরী চৌমুহনী টানেল সংলগ্ন গোল চত্বরে পরিচ্ছন্নতা ও ব্যানার-ফেস্টুন অপসারণ কার্যক্রম পরিচালনা করেন। এতে দলের নেতাকর্মীরা অংশ নেন।
লায়ন হেলাল উদ্দিন বলেন, ব্যানারের কারণে নিরাপত্তার ঝুঁকি তৈরি হচ্ছিল। তাই সেগুলো সরিয়ে চত্বর ও আশপাশের এলাকা পরিচ্ছন্ন করা হয়েছে।”
সিএনজি চালক মোহাম্মদ সাবের বলেন, “আগে ব্যানারের কারণে একপাশ থেকে অন্যপাশ দেখা যেত না। এখন সব পরিষ্কার, চলাচলও নিরাপদ।
অভিযানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সরোয়ার হোসেন মাসুদ, জাগির হোসেন, এম মনছুর উদ্দিন, বিএনপি নেতা আবদুল মইয়ুম চৌধুরী ছোটন, লুৎফর এনাম চৌধুরী টিটু, রফিক ডিলার, গাজী ফেরকান, মামুন খান, জিয়াউল কাদের জিয়া, ইসমাইল বিন মনির, মোফাচ্ছল হোসেন জুয়েল, বোরহান, ইমরান, মাহিম, তারেকসহ আরও অনেকে।
স্থানীয়রা জানান, এ উদ্যোগে এলাকাটি এখন আরও দৃষ্টিনন্দন ও নিরাপদ হয়ে উঠেছে।