ঐকমত্য যতটুকু হয়েছে, ততটুকুর মধ্যেই থাকতে হবে-আমীর খসরু

ঐকমত্য যতটুকু হয়েছে, ততটুকুর মধ্যেই থাকতে হবে-আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাজনৈতিক ঐকমত্য যতটুকু হয়েছে, দলকে ততটুকুর মধ্যেই থাকতে হবে তার বাইরে যাওয়ার সুযোগ নেই।

বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

আমীর খসরু বলেন, প্রত্যেক দলের নিজস্ব কিছু অধিকার রয়েছে। যারা আগে বিএনপির সঙ্গে জোটে ছিল, তারা চাইলে আলাদাভাবে প্রার্থী দিতে পারে, আবার জোটের অংশ হিসেবেও থাকতে পারে। কাউকে বাধ্য করার কিছু নেই।

এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আমীর খসরু।

তিনি জানান, বৈঠকে বাংলাদেশ ও জার্মানির ভবিষ্যৎ সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

বিএনপির এই নেতা আরও বলেন, জার্মানি মনে করছে, বাংলাদেশে বিনিয়োগের ভালো সম্ভাবনা রয়েছে। নির্বাচিত সরকার গঠিত হলে জার্মানিসহ অন্যান্য দেশ বিনিয়োগে এগিয়ে আসবে।

ঐকমত্যের প্রসঙ্গে তিনি বলেন, যতটুকু ঐকমত্য তৈরি হবে, ততটুকুই নিয়ে আগাতে হবে। জনগণ কোনো রাজনৈতিক দলকে সব সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেয়নি। কে কী করছে, সেটি প্রত্যেক দলের নিজস্ব সিদ্ধান্ত। বিএনপি তার নিজস্ব নীতিতে চলবে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email