সাবেক নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল সরওয়ার জাহান নিজামের ইন্তেকাল

সাবেক নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল সরওয়ার জাহান নিজামের ইন্তেকাল

বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান ভাইস অ্যাডমিরাল সরওয়ার জাহান নিজাম (অব.) আর নেই। শুক্রবার সকাল ৯টা ১৫ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের ছোট ভাই।

ভাইস অ্যাডমিরাল সরওয়ার জাহান নিজাম ১৯৫২ সালের ২ নভেম্বর চট্টগ্রামের আনোয়ারা উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৭৩ সালের ১ জুন তিনি বাংলাদেশ নৌবাহিনীতে সাব-লেফটেন্যান্ট পদে কমিশন লাভ করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ২০০৭ সালের ১০ ফেব্রুয়ারি তিনি নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং পেশাদারিত্ব, নেতৃত্ব ও দেশপ্রেমের মাধ্যমে বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

তাঁর মৃত্যুতে নৌবাহিনীর বর্তমান প্রধানসহ সর্বস্তরের সদস্যরা গভীর শোক প্রকাশ করেছেন। শনিবার বাদ যোহর নৌবাহিনী সদর দপ্তর মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মরহুমকে পূর্ণ সামরিক মর্যাদায় বনানী সামরিক কবরস্থানে দাফন করা হবে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। নৌবাহিনী কর্তৃপক্ষ তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email