চট্টগ্রামে নিয়ন্ত্রণহারা বাইক থেকে ছিটকে পড়ে স্বামী নিহত

চট্টগ্রামে নিয়ন্ত্রণহারা বাইক থেকে ছিটকে পড়ে স্বামী নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন৷ এতে গুরুতর আহত হয়েছেন এক নারী৷ তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে৷ দু’জন স্বামী-স্ত্রী বলে জানা গেছে। তাদের বাড়ি গাইবান্ধা সদর থানায়৷

শুক্রবার (১০ অক্টোবর) বিকাল ৪টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ সোনাপাহাড় এলাকায় এই ঘটনা ঘটে৷

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে রাস্তায় পড়ে গেলে পেছনে থাকা দ্রুতগতির পিকআপ তাদের ধাক্কা দেয়৷ এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী স্বামী নিহত হন৷ মোটরসাইকেলে থাকা স্ত্রী গুরুতর আহত হন৷ তারও বেঁচে থাকার সম্ভাবনা কম৷ তারা চট্টগ্রামের ইপিজেড এলাকায় গার্মেন্টসে চাকরি করতেন।

জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক বোরহান উদ্দিন জানান, জোরারগঞ্জ বিশ্বরোড আরাফাত হোটেলের সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে৷ ঘটনাস্থলে পুলিশের টিম যাচ্ছে৷

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email