কঠিন চীবর একটি ত্যাগের পরীক্ষা–আমির খসরু

কঠিন চীবর একটি ত্যাগের পরীক্ষা--আমির খসরু

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,কঠিন চীবর ও কিন্তু একটি ত্যাগ, এটি একটি ত্যাগের ব্যাপার। কষ্ট করে একটি প্রক্রিয়ার মাধ্যমে এটি হয়।এটা এক ধরনের ধৈর্যের পরীক্ষা, ত্যাগের পরীক্ষা। প্রতিটি ধর্মেই কিন্তু ত্যাগের কাজগুলো আছে। ধর্মের ভালো কাজগুলো ভালো কথাগুলো যদি আমরা শুধুমাত্র ফলো করি তাহলে নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি দ্বিধা দ্বন্দ্ব কিছুই কাজ করত না। তিনি আজ বিকেলে ইপিজেড ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট প্যারোড গ্রাউন্ডে (সিমেন্স হোস্টেল) চট্টগ্রাম নগরীর হিল চাদিগা বুডিডস্ট ওয়েলফেয় সোসাইটি আয়োজিত কঠিন চীবর দানোৎসবে প্রধান অতিথির বক্তব্যে উপরুক্ত বক্তব্য রাখেন।
তিনি আরো বলেন-কঠিন চীবরের যে শিক্ষা সে শিক্ষা সকলের জন্য। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি কথা হল,ধর্ম যার যার রাষ্ট্র সবার,ধর্ম যার যার নিরাপত্তা সবার,ধর্ম যার যার উৎসব সবার। আপনাদের শুধু ধর্ম নয়, একটি কৃষ্টি আছে, ভাষা আছে,সংস্কৃতি আছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল চায় আপনাদের এ ভাষা, কৃষ্টি ,সংস্কৃতি, অবশ্যই আপনাদেরকে রাখতে হবে এটাকে বাঁচিয়ে রাখতে হবে। এটাই বাংলাদেশ। এখানে সবার কাজ সবাই করবে। অনেকগুলো রং মিশে রংধনু হয় কিন্তু রংধনুএকটাই,এরকম সবাই মিলে বাংলাদেশ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই বাংলাদেশের কথা বলছে।
আমির খসরু মাহমুদ চৌধুরী‌ আরো বলেন- উৎসব মুখর পরিবেশে আপনাদের অনুষ্ঠান হচ্ছে কিন্তু একটা বিষয় আমাকে উজ্জীবিত করেছে সেটা হচ্ছে আপনারা যে শৃঙ্খলা ধরে রাখতে পেরেছেন এটা গর্বের।এই শৃঙ্খলা সর্বক্ষেত্রে ধরে রাখতে পারলে আগামীর বাংলাদেশ আমাদের প্রত্যাশার বাংলাদেশ হবে। তিনি বলেন, আপনাদের ধর্মের অনেক লোকজন এখানে আছে কিন্তু এখানে একটি বোদ্ধ বিহার নেই, এটা অবাক ব্যাপার। আপনাদের কর্মকাণ্ড আমাকে উজ্জীবিত করেছে,আগামী দিনে সুযোগ পেলে এই এলাকায় ভবিষ্যতে বৌদ্ধবিহার দেখতে পাবেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা প্রফেসর ডঃ সুকোমল বড়ুয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক উপ কমিটির সদস্য ইসরাফিল খসরু,চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক এম এ আজিজ।
উক্ত দান অনুষ্ঠানে সাধনাজ্যোতি মহাস্হবির প্রতিষ্টাতা হিল চাদিগাং বৌদ্ধ বিহার সভাপতিত্বে এিপিট পাঠ করেন ভদন্ত কুমার ক্যাশব,ভিক্ষুপঞ্চশীল পাঠ করেন করুনা ময় চাকমা।
আলোচক ছিলেন ক্যাপ্টেন আতাউর রহমান, অধ্যক্ষ, ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট, চট্টগ্রাম, পিন্টু চাকমা,নির্বাহী প্রকৌশল, সড়কও জনপদ বিভাগ, চট্টগ্রাম (দক্ষিণ) , বিএনপি নেতা সাবেক কাউন্সিলরমো: সরফরাজ কাদের রাসেল, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টি রুবেল বড়ুয়া, বিএনপি নেতা রোকন মাহমুদ ।সঞ্চালনায় শ্রেষ্ট দেওয়ান এবং নিশু চাকমা ।
আর উপস্থিত ছিলেন-প্রতিম বড়ুয়া ডালিম , কমল জ্যোতি বড়ুয়া, তাপস বড়ুয়া, সুমন বড়ুয়া, সজল বড়ুয়া রনি বড়ুয়া সাংবাদিক বিপ্লব বিজয়, চয়ন বড়ুয়া।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email