আর কোনো সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা নয়

আর কোনো সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা নয়

মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে কয়েকজন সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। তবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া খবর যে আরও অনেক সেনা কর্মকর্তার বিরুদ্ধে একইরকম আদেশ আসবে, তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছেন সেনা সদর দফতরের প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘আইসিটির প্রধান প্রসিকিউটরের কার্যালয় থেকে আমাদের নিশ্চিত করা হয়েছে যে, এই মুহূর্তে প্রতিরক্ষা বাহিনীর আর কোনো সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির কোনো পরিকল্পনা নেই।’

শফিকুল আলম আরও বলেন, ‘জনগণ যেন এসব গুজবে বিভ্রান্ত না হন। এটি সাধারণ জনগণ এবং বিশেষত সশস্ত্র বাহিনীর মধ্যে বিভাজন সৃষ্টির অপচেষ্টা ছাড়া কিছু নয়। এই বিদ্বেষপূর্ণ গুজবের উদ্দেশ্য আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য জাতীয় নির্বাচনের আগে দেশকে অস্থিতিশীল করা।’

আইসিটির জারি করা গ্রেফতারি পরোয়ানার আওতায় থাকা সেনা কর্মকর্তাদের মধ্যে ১৫ জনকে হেফাজতে নেওয়া হয়েছে। এ তথ্যও শনিবার (১১ অক্টোবর) গণমাধ্যমকে নিশ্চিত করেছে সেনা সদর।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email