চন্দনাইশে ৭৭ হাজার শিশুকে টাইফয়েড টিকার আওতায় আনা হবে

চন্দনাইশে ৭৭ হাজার শিশুকে টাইফয়েড টিকার আওতায় আনা হবে

সারা দেশের ন্যায় চট্টগ্রামের চন্দনাইশে শুরু হয়েছে জাতীয় টাইফয়েড টিকাদান কর্মসূচি। এ কর্মসূচির আওতায় উপজেলার দুই পৌরসভা ও আট ইউনিয়নে ৭৭ হাজার ৩৫৬ জন শিশুকে বিনামূল্যে ইনজেকটেবল টিকা প্রদান করা হবে। রবিবার (১২ অক্টোবর) সকালে উপজেলার কাঞ্চনাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মো. রাজিব হোসেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমার সভাপতিত্বে প্রধান শিক্ষক সমীর কুমার দে’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ডা. দীপন দেবনাথ এমওডিসি, ডা. শিব্বির আহমদ প্রিন্স এমওসিএস, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমিত ভট্টাচার্য, মাধ্যমিক অ্যাকাডেমিক সুপার ভাইজার বিপিন চন্দ্র রায়।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রাজিব হোসেন বলেন, টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য রোগ। সরকার জনগণের দোরগোড়ায় টিকা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি স্বতঃস্ফূর্তভাবে এ ক্যাম্পেইনে অংশ নিয়ে তাদের সন্তানদের টিকা গ্রহণ নিশ্চিত করতে অভিভাবকদের প্রতি আহবান জানান।

ডা. রশ্মি চাকমা বলেন, এ ক্যাম্পেইনের মাধ্যমে চন্দনাইশ উপজেলার দুই পৌরসভা ও আট ইউনিয়নে শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে ২৯৫ টি কেন্দ্রে মোট ৫৫ হাজার ৫২৬ জন এবং কমিউনিটি পর্যায়ে ২৪২ টি কেন্দ্রে ২১ হাজার ৮৩০ জন শিশুকে এই টিকা প্রদান করা হবে। ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশুকে টাইফয়েড প্রতিরোধী টিকার আওতায় আনা হবে। জনসচেতনতা বৃদ্ধি ও সরকারি স্বাস্থ্যসেবা সফল ও বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

এসময় অন‍্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চন্দনাইশ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ কমরুদ্দিন, সাধারণ সম্পাদক খালেদ রায়হান, পরিসংখ্যানবিদ আহসান হাবিব, এমটি (ইপিআই) মুহাম্মদ আব্দুর রাজ্জাক, স্বাস্থ্য পরিদর্শক তরুণ কুমার সরকার, সাবেক স্বাস্থ্য পরিদর্শক পুপুল চৌধুরী, কাঞ্চন ভট্টাচার্য, সহকারী স্বাস্থ্য পরিদর্শক শামসুল আলম চৌধুরী, স্বাস্থ্য সহকারী কাজী মো. রিদোয়ান, পরিবার পরিকল্পনা সহকারী আকলিমা সুলতানা, রেড ক্রিসেন্ট সোসাইটির মঈনুদ্দিন মিজান, মুমেন শাহরিয়ার, সাইমন, রিমন, সানি প্রমূখ।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা প্রতীকীভাবে কয়েকজন শিক্ষার্থীকে টিকা প্রদান করে ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email