রেডিসনে ‘থাই কমার্শিয়াল কনফারেন্স’

রেডিসনে ‘থাই কমার্শিয়াল কনফারেন্স’

থাই এয়ারওয়েজের জিএসএ এয়ার গ্যালাক্সির আয়োজনে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য থাই কমার্শিয়াল কনফারেন্স।

রোববার (১২ অক্টোবর) দুপুরে রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে এ উপলক্ষে বসেছিল ট্রাভেল এজেন্ট মালিকদের মিলনমেলা।

থাই এয়ারের ভবিষ্যৎ পরিকল্পনা ও সেবা তুলে ধরেন প্রতিষ্ঠানটির বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও পাকিস্তানের টিম লিড মিস থিকাম্পর্ন বেনিয়াপিকুল।

অতিথি ছিলেন ব্যাংকক সেলস প্রতিনিধি মিস প্রাপাকর্ন কুম্পিতাক ও গ্যালাক্সি গ্রুপের সিনিয়র ম্যানেজার (করপোরেট অ্যাফেয়ার্স) মিস ওয়ামিয়া ওয়ালিদ।

এয়ার গ্ল্যালাক্সির সিনিয়র এক্সিকিউটিভ মাহমুদুল হাসান নাঈমের সঞ্চালনায় বক্তব্য দেন সিনিয়র সেলস ম্যানেজার শফিউল আলম, এয়ার গ্যালাক্সি চট্টগ্রামের ইনচার্জ মো. আসিফ চৌধুরী ও চট্টগ্রাম সেলস প্রতিনিধি মো. ইসমাইল হাসান।

চট্টগ্রামের এজেন্টদের ভবিষ্যতে আরো সহযোগিতার কথা উল্লেখ করে বক্তারা থাই এয়ারের নতুন নতুন নেটওয়ার্ক উপভোগ করার অনুরোধ জানান।

ভবিষ্যতে থাই এয়ার ওয়েজের এয়ার ক্রাফট সংকট কেটে গেলে চট্টগ্রাম থেকে ফ্লাইট চালুর আশাবাদও ব্যক্ত করেন তারা।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email