
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দীর্ঘ ৩৬ বছর পর ১৫ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন। আসন্ন নির্বাচন ঘিরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনে আজ বিকাল ৪ ঘটিকায় সার্বিক পরিস্থিতি ও আইন-শৃঙ্খলা নিয়ে সংবাদ সম্মেলন করেন প্রধান নির্বাচন কমিশন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন। সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মনির উদ্দিন বলেন,আমাদের নির্বাচনের জন্য বিশেষ কয়েকটি আইটেম রয়েছে ব্যালট পেপার তৈরি, ভোট কেন্দ্র স্থাপন, নিজস্ব ম্যান পাওয়ার ইত্যাদি তার মধ্যে আমাদের নির্বাচনের বিশেষ প্রস্তুতি হয়ে গেছে। আমরা পাঁচটি ভবনে ভোট গ্রহণ করব ১৪ টি হল ১টি হোস্টেল এর। এগুলোর মধ্য ৬০টি রুমে ভোট অনুষ্ঠিত হবে। এতে প্রতিটি রুমে গড়ে ৪০০ থেকে ৫০০ জন ভোট দিতে পারবে। শিক্ষার্থীরা যথেষ্ট সময় নিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন।নির্বাচনের দিন ৪জন ম্যাজিস্ট্রেট এর তত্ত্বাবধনায় মোবাইল টিম সার্বক্ষণিক পরিচালিত হবে। আমরা নির্বাচন নিয়ে সর্বোচ্চ সচেতনতা অবলম্বন করতেছি যাতে করে স্বচ্ছতা বজায় থাকে কেউ কখনো কোন প্রশ্ন করলে আমরা আমাদের জায়গায় সক্ষমতা বজায় রাখবো।
সংবাদ সম্মেলনের শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, চাকসু নির্বাচনের জন্য আমরা আমাদের বুদ্ধি বিবেক দিয়ে কাজ করতেছি যাতে ন্যায্যতার সাথে স্বচ্ছতার সাথে একটি ইনক্লুসিভ নির্বাচন দিতে পারি এবং আপনাদের সকলের সহযোগিতা কামনা করি।