প্রধান উপদেষ্টা ও ইতালির প্রধানমন্ত্রীর বৈঠকের কথা কোথাও বলিনি’

প্রধান উপদেষ্টা ও ইতালির প্রধানমন্ত্রীর বৈঠকের কথা কোথাও বলিনি’

প্রধান উপদেষ্টা ড. ইউনূস রোম সফরকালে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠক করবেন- এমন কথা কোথাও বলেননি বলেই দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

গতকাল রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।

এতে শফিকুল আলম লেখেন, ‘কিছু সংবাদপত্র ও রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানিয়েছে যে প্রধান উপদেষ্টা রোম সফরকালে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠক করবেন। তবে এই সফরের বিষয়ে বাসস বা কোনো সংবাদপত্র আমার সঙ্গে যোগাযোগ করেনি।’

প্রধান উপদেষ্টা ও ইতালির প্রধানমন্ত্রীর বৈঠকের কথা কোথাও বলিনি’

তিনি লেখেন, ‘বুধবার অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এবং পরে দুটি টেলিভিশন চ্যানেলে আমি জানিয়েছিলেন যে প্রধান উপদেষ্টা জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত বিশ্ব খাদ্য ফোরামে অংশ নিতে রোম যাচ্ছেন। আমি আরও বলেছিলাম, সফরকালে তিনি (প্রধান উপদেষ্টা) কয়েকটি উচ্চ পর্যায়ের বৈঠক করবেন।’

প্রেস সচিব আরও লেখেন, ‘সংবাদ সম্মেলনে আমি কোথাও বলিনি, প্রধান উপদেষ্টা ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। বাস্তবে এমন কোনো বৈঠকের সময়সূচিও নির্ধারিত ছিল না।’

সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলো তাদের প্রতিবেদন সংশোধন করবে বলেও আশা প্রকাশ করেছেন শফিকুল আলম।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email