শিক্ষা ভবনের সামনে সাত কলেজের শিক্ষার্থীদের অবস্থান, যান চলাচল বন্ধ

শিক্ষা ভবনের সামনে সাত কলেজের শিক্ষার্থীদের অবস্থান, যান চলাচল বন্ধ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫ দ্রুত চূড়ান্ত করে অধ্যাদেশ জারির দাবিতে ঢাকা শহরের শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা।

সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১টার পর শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে এসে শিক্ষা ভবনের সামনে অবস্থান নেন। এর পর একে একে অন্যান্য কলেজের শিক্ষার্থীরা যোগ দিয়ে পরিস্থিতি আরও তীব্র হয়ে ওঠে।

এসময় আন্দোলনরত শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানে তাদের ক্ষোভ প্রকাশ করেন। স্লোগানগুলোতে ছিলো- ‘অধ্যাদেশ নিয়ে টালবাহানা চলবে না!’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে!’, ‘শিক্ষা নিয়ে বাণিজ্য চলবে না!’।

আন্দোলনকারীরা দাবি করেছেন, তারা দীর্ঘদিন ধরে যে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ প্রতিষ্ঠার জন্য অধ্যাদেশ জারির দাবি জানিয়ে আসছেন, তা অবিলম্বে পূর্ণাঙ্গভাবে কার্যকর হোক।

এদিকে, শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি চলাকালে শিক্ষা ভবন থেকে সচিবালয় অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ওই অংশে ব্যারিকেড বসিয়ে শিক্ষার্থীদের সচিবালয়ের দিকে এগোতে না দেওয়ার ব্যবস্থা নেয়।

শিক্ষার্থীরা জানান, সরকারি সাত কলেজের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে নতুন বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দেওয়ার পর থেকেই তারা আন্দোলন করে আসছেন। গত ২৬ মার্চ সরকার সাত কলেজকে নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামে নতুন একটি বিশ্ববিদ্যালয় গঠনের পরিকল্পনার কথা ঘোষণা করেছিল। তবে এখনো কোনও অধ্যাদেশ জারি না হওয়ায় শিক্ষার্থীরা চরম হতাশা প্রকাশ করেছেন।

সরকারি সাত কলেজগুলো হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাংলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ। এসব কলেজের শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, দীর্ঘ সময় ধরে শিক্ষার মান উন্নয়ন ও নতুন বিশ্ববিদ্যালয়ের জন্য তাদের দাবি মেনে নেওয়ার কোন কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি।

সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের দাবি, তারা যেন দ্রুত তাদের কাঙ্খিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষাগত সুযোগ পায়, আর তা না হলে তাদের আন্দোলন আরও তীব্র হতে পারে। শিক্ষার্থীরা বলছেন, “যতদিন না আমাদের দাবি পূর্ণ না হয়, ততদিন আমরা আন্দোলন চালিয়ে যাব।”

এ বিষয়ে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, তাদের দাবিগুলো খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে, তবে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সার্বিক প্রস্তুতি রেখেছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email