ধানের শীষের বিজয় নিশ্চিতে স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দকে একযোগে কাজ করতে হবে- বুলু

ধানের শীষের বিজয় নিশ্চিতে স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দকে একযোগে কাজ করতে হবে- বুলু

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু বলেন, সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আমাদের আরো সুসংগঠিত হতে হবে। সকল ষড়যন্ত্র ও চক্রান্ত উপেক্ষা করে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের দেশের স্বার্থে কাজ করতে হবে। তৃণমূলই হচ্ছে বিএনপির প্রান। এজন্য তৃণমূল স্বেচ্ছাসেবক দলকে আরো বেশি ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিতে একযোগে কাজ করতে হবে।

১৩ অক্টোবর (সোমবার) বিকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে চান্দগাঁও থানাধীন ৪নং চান্দগাঁও ওয়ার্ড ও ৪৫নং সাংগঠনিক ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়। কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জি. জমির উদ্দিন নাহিদ বলেন, ধানের শীষ বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধির প্রতীক, গণতন্ত্রে উত্তরণ, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার প্রতীক। আমাদের লক্ষ্য ব্যক্তি নয়, প্রতীক ধানের শীষের বিজয়। তাই দলের ক্ষতি হয় এমন কোনো কাজে কেউ যেন না জড়ায় সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের সালাম ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এম. আবু বক্কর রাজু, মো. আলমগীর, আরিফুর রহমান চৌধুরী, সদস্য মো. শহীদুজ্জামান শহীদ, চান্দগাঁও থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজিদ হাসান রনি, সদস্য সচিব আশরাফ উদ্দিন টিপু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহুরুল ইসলাম জহির।

৪নং চান্দগাঁও ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজিম উদ্দিন এর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক দিদারুল আলম এর সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক হুসাইন মো. মাসুম, কামাল হোসেন খোকন, মিনহাজ উদ্দিন সোহেল, দেলোয়ার হোসেন খোকা, আনিসুর রহমান, ইসহাক জয়, মিরানুল ইসলাম, মো. জাবেদ, আমির হোসেন, গিয়াসউদ্দিন টিপু, নজরুল ইসলাম বক্কন, নূরউদ্দিন বুলবুল, মো. ওসমান, মো. সোহেল রানা, মো. সবুজ, বেলাল সহ থানা ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email