দেশের অর্ধেকেরও বেশি ভোটার পিআর পদ্ধতি সম্পর্কে জানে না

দেশের অর্ধেকেরও বেশি ভোটার পিআর পদ্ধতি সম্পর্কে জানে না

জাতীয় সংসদের উচ্চকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি সম্পর্কে দেশের বড় অংশের ভোটারের ধারণা নেই। নতুন জরিপে দেখা গেছে, ৬৮ শতাংশ নারী এবং ৪৬ শতাংশ পুরুষ জানিয়েছেন—তারা এই পদ্ধতি সম্পর্কে কিছুই জানেন না।

পরামর্শক প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিংয়ের ‘জনগণের নির্বাচন ভাবনা’ শীর্ষক দ্বিতীয় দফার তৃতীয় পর্বের জরিপে এ তথ্য উঠে এসেছে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ব্রেইন ও ভয়েস ফর রিফর্মের সহযোগিতায় জরিপটি পরিচালিত হয়।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. রুবাইয়াত সারওয়ার সোমবার রাজধানীর কারওয়ানবাজারে বিডিবিএল ভবনে আয়োজিত অনুষ্ঠানে জরিপের ফলাফল উপস্থাপন করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভয়েস ফর রিফর্মের সহ-আহ্বায়ক ফাহিম মাশরুর।

জরিপটি গত ২ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত পরিচালিত হয়। এতে ১০ হাজার ৪১৩ জন ভোটার অংশ নেন, যার মধ্যে ৫ হাজার ৬৩৯ জন পুরুষ এবং ৪ হাজার ৭১৯ জন নারী।

ফলাফলে দেখা গেছে, নারী-পুরুষ মিলিয়ে ৫৬ শতাংশ উত্তরদাতা জানেন না পিআর পদ্ধতি কী। ২৭ শতাংশ পুরুষ এবং ১৫.৫ শতাংশ নারী জানিয়েছেন—তারা পিআর চান। অপরদিকে ২৭.১ শতাংশ নারী ও ১৬.৩ শতাংশ পুরুষ জানিয়েছে—তারা এই পদ্ধতি চান না।

রুবাইয়াত সারওয়ার বলেন, “জরিপের ফলাফল প্রমাণ করছে, জনগণের মধ্যে উচ্চকক্ষের পিআর পদ্ধতি নিয়ে সচেতনতা বাড়ানো খুবই জরুরি।”

জরিপে স্থানীয় পর্যায়ের দলীয় রাজনীতি নিয়ে ভোটারদের সন্তুষ্টির মাত্রাও উঠে এসেছে। এতে দেখা গেছে, জামায়াতের কার্যক্রমে সন্তুষ্ট ৪৭.৪ শতাংশ উত্তরদাতা, যা সর্বোচ্চ। দ্বিতীয় অবস্থানে রয়েছে এনসিপি, তাদের কার্যক্রমে সন্তুষ্ট ৪০.৭ শতাংশ ভোটার। বিএনপির কার্যক্রমে সন্তুষ্ট ৩৯.৪ শতাংশ ভোটার এবং একেবারেই সন্তুষ্ট নন ২৭.৬ শতাংশ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email