
চট্টগ্রামের হাটহাজারীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে অপি দাশ নামের এক ছাত্রদল নেতা নিহতের ঘটনায় গুরুতর আহত অপর ছাত্রদল নেতা তানিমও (২০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বুধবার (১৫ অক্টোবর) হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া আরেক ছাত্রদল নেতা নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, আজ সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তামিমের মৃত্যু হয়েছে।
নিহত তানিম উপজেলার ৩ নম্বর মির্জাপুর ইউনিয়নের সরকার হাটের চৌধুরী বাড়ির জাহাঙ্গীর আলমের পুত্র।
ওসি মনজুর কাদের ভূঁইয়া জানান, মঙ্গলবার রাত সাড়ে ৮টায় চৌধুরী হাটের দাতারাম সড়ক এলাকার কয়েকজন দুর্বৃত্ত চিকনদন্ডী ইউনিয়নের ছাত্রদল সভাপতি অপি দাশের ওপর নির্মমভাবে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে চিকনদন্ডী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকার মিন্টু দাশের পুত্র অপি দাশ ও তানিম গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে দু’জনকে চমেক হাসপাতালের জরুনি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক ছাত্রদল নেতা অপি দাশকে মৃত ঘোষণা করেন এবং তানিমকে আইসিইউতে ভর্তি দেন। আজ আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তামিম মারা যান।
উল্লেখ্য, মঙ্গলবার দিবাগত রাত ৯টার দিকে উপজেলা চিকনদন্ডী ইউনিয়নের চৌধুরীহাট এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র ছাত্রদল সভাপতি অপি ও তার সঙ্গীয়দের উপর দুষ্কৃতকারীরা হামলা চালায়, এতে ঘটনাস্থলে অপি দাস নিহত হয় এবং তানিম গুরুতর আহত হয়।