আঙুলে দেওয়া কালি মুছে যাওয়ার অভিযোগ করেছেন ছাত্রদলের ভিপির

আঙুলে দেওয়া কালি মুছে যাওয়ার অভিযোগ করেছেন ছাত্রদলের ভিপির

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ভোট দেওয়ার সময় ভোটারদের আঙুলে দেওয়া কালি মুছে যাওয়ার অভিযোগ করেছেন ছাত্রদলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয়।

বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় আইটি ভবন কেন্দ্র পরিদর্শনে এসে তিনি এই অভিযোগ করেন।

সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, ‘ভোটারদের আঙুলে দেওয়া কালি মুছে যাচ্ছে। তাদের আবারও ভোট দেওয়ার সম্ভাবনা থাকে। আমি নিজে এখন ভোট দিয়ে আসছি। আমরা নির্বাচন কমিশনাকে বিষয়টি লিখিত জানাব।’

দীর্ঘ ৩৫ বছর পর নির্বাচন হচ্ছে জানিয়ে ছাত্রদলের ভিপি প্রার্থী বলেন, ‘আমরা চাই সুষ্ঠু একটি নির্বাচন। কিন্তু নির্বাচন কমিশন তার দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে।’

এর আগে বুধবার সকাল সাড়ে ৯টায় শুরু হওয়া এই ভোট বিরতিহীনভাবে চলবে বিকেল চারটা পর্যন্ত।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email