
এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু সময়ের আলোকে বলেন, আমরা জুলাই সনদে স্বাক্ষর করব; অবশ্যই করব। কিন্তু সব দেখেশুনে করব। অন্ধের মতো তো আর স্বাক্ষর করতে পারব না। এ ছাড়া বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ, দলীয় মনোনয়নসহ বিভিন্ন ইস্যুতে আলাপ হয়েছে। এগুলো নিয়ে পরবর্তী বৈঠকে আবারও আলোচনা হবে।
গত শুক্রবার এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, নির্বাচনকে সামনে রেখে আমলাতন্ত্রকে কোনো একটি নির্দিষ্ট দলের পকেটে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এটাকে বিএনপি কোনো মতেই বরদাশত করবে না। আমরা স্পষ্ট করে বলতে চাই, নির্বাচনের সময়ে সম্পূর্ণ নিরপেক্ষ আমলাতন্ত্র থাকতে হবে। নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে নিরপেক্ষ থাকতে হবে।
বৈঠক সূত্রে জানা গেছে, এবারের সংসদ নির্বাচনে কমপক্ষে পাঁচ শতাংশ নারী প্রার্থীকে মনোনয়ন দিতে পারে বিএনপি। সামনে এই সংখ্যা আরও বাড়তে পারে। এতে রাজনীতিতে নারীরা আরও শক্তিশালী ভূমিকা পালনে করতে পারবেন বলে মনে করেন বিএনপির নীতিনির্ধারকরা।