প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবে বিএনপি

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবে বিএনপি
ত্রয়োদশ জাতীয় নির্বাচনের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে প্রশাসনের পক্ষপাতমূলক আচরণ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। দলটির অভিযোগ, নির্বাচনি কার্যক্রমে একটি বিশেষ রাজনৈতিক দলের পক্ষে কাজ করছে প্রশাসন। ভোটের কাজে ওই বিশেষ দলের লোকদের প্রাধান্য দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের ‘নিরপেক্ষতা’ নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। গত সোমবার রাতে দলটির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এই উদ্বেগ প্রকাশ করা হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশে ফিরলে এসব বিষয়ে তার সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপির সিনিয়র নেতারা।
বৈঠকে চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের রাজনৈতিক অঙ্গনে বহুল আলোচিত জুলাই জাতীয় সনদ-২০২৫ স্বাক্ষর নিয়েও বিস্তর আলোচনা হয়। সনদের স্বাক্ষর অনুষ্ঠান হবে ১৭ অক্টোবর শুক্রবার। ওইদিন বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দীর্ঘ প্রতীক্ষিত এই অনুষ্ঠান হবে। বিএনপি জুলাই সনদে স্বাক্ষরের জন্য প্রস্তুত। দলের পক্ষে দুজন নেতা এতে স্বাক্ষর করবেন। তারা হলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় বিএনপির পক্ষে নেতৃত্ব দিয়েছেন সালাহউদ্দিন আহমদ।

এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু সময়ের আলোকে বলেন, আমরা জুলাই সনদে স্বাক্ষর করব; অবশ্যই করব। কিন্তু সব দেখেশুনে করব। অন্ধের মতো তো আর স্বাক্ষর করতে পারব না। এ ছাড়া বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ, দলীয় মনোনয়নসহ বিভিন্ন ইস্যুতে আলাপ হয়েছে। এগুলো নিয়ে পরবর্তী বৈঠকে আবারও আলোচনা হবে।

গত শুক্রবার এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, নির্বাচনকে সামনে রেখে আমলাতন্ত্রকে কোনো একটি নির্দিষ্ট দলের পকেটে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এটাকে বিএনপি কোনো মতেই বরদাশত করবে না। আমরা স্পষ্ট করে বলতে চাই, নির্বাচনের সময়ে সম্পূর্ণ নিরপেক্ষ আমলাতন্ত্র থাকতে হবে। নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে নিরপেক্ষ থাকতে হবে।

বৈঠক সূত্রে জানা গেছে, এবারের সংসদ নির্বাচনে কমপক্ষে পাঁচ শতাংশ নারী প্রার্থীকে মনোনয়ন দিতে পারে বিএনপি। সামনে এই সংখ্যা আরও বাড়তে পারে। এতে রাজনীতিতে নারীরা আরও শক্তিশালী ভূমিকা পালনে করতে পারবেন বলে মনে করেন বিএনপির নীতিনির্ধারকরা।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email