
চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহজাহান বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা জনগণের জন্য একটি বাস্তব ও সময়োপযোগী কর্মপরিকল্পনা। এই কর্মসূচির মাধ্যমে আমরা জনগণের দোরগোড়ায় বিএনপির বার্তা পৌঁছে দিতে কাজ করছি।
বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় আনোয়ারা উপজেলা সদরে বিএনপির লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
গণসংযোগ চলাকালে শাহজাহান স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন এবং বিএনপির চলমান আন্দোলনের উদ্দেশ্য ও লক্ষ্যের বিষয়ে তাদের অবহিত করেন। তিনি আরও বলেন,জনগণ আজ পরিবর্তন চায়। আমরা সেই পরিবর্তনের সুনির্দিষ্ট রূপরেখা নিয়েই মাঠে নেমেছি।
এ সময় স্থানীয় যুবদল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।