শান্তি মিশন থেকে বাংলাদেশ পুলিশ কন্টিনজেন্টকে প্রত্যাহারের নির্দেশ

শান্তি মিশন থেকে বাংলাদেশ পুলিশ কন্টিনজেন্টকে প্রত্যাহারের নির্দেশ

জাতিসংঘের শান্তিরক্ষা মিশন থেকে বাংলাদেশের পুলিশ কন্টিনজেন্টকে প্রত্যাহারের নির্দেশ দেয়া হয়েছে। ডেমোক্র্যাটিক রিপাবলিক অফ কঙ্গোতে মোতায়েন করা এই কন্টিনজেন্টটি দেশের একমাত্র অবশিষ্ট পুলিশ ইউনিট ছিল।

জাতিসংঘের ব্যয় সংকোচনের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

জাতিসংঘের পক্ষ থেকে বাংলাদেশ পুলিশের একমাত্র অবশিষ্ট ফরমড পুলিশ ইউনিট (FPU)কে ডিআর কঙ্গোর মিশন থেকে নভেম্বরের মধ্যে দেশে ফিরিয়ে নিতে বলা হয়েছে। এই কন্টিনজেন্টে ১৮০ জন সদস্য ছিলেন, যার মধ্যে ৭০ জন নারী পুলিশ সদস্যও অন্তর্ভুক্ত।

এটি ছিল জাতিসংঘের ইতিহাসে একমাত্র সম্পূর্ণ-নারী পুলিশ ইউনিট।

জাতিসংঘে দেয়া ট্রাম্প প্রশাসনের আর্থিক অনুদান কমানোর পর সংস্থাটি বিশ্বব্যাপী শান্তিরক্ষা অভিযানে ব্যয় সংকোচনের পথে হাঁটতে বাধ্য হয়েছে। এই কারণে বিশ্বজুড়ে প্রায় এক-চতুর্থাংশের বেশি শান্তিরক্ষী কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, ডিআর কঙ্গো, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক এবং দক্ষিণ সুদানের বিভিন্ন মিশন থেকে কর্মী ছাঁটাই করা হচ্ছে।

যদিও অন্যান্য দেশের কন্টিনজেন্টের আংশিক প্রত্যাহার হচ্ছে, বাংলাদেশই একমাত্র দেশ যার পুরো কন্টিনজেন্টকে প্রত্যাহারের নির্দেশ দেয়া হয়েছে।

দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ সামরিক ও পুলিশ সদস্য মিলিয়ে জাতিসংঘে অন্যতম সর্বোচ্চ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে বিশ্বব্যাপী সুপরিচিত। এই প্রত্যাহার ভবিষ্যতে বাংলাদেশের শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণে বিরূপ প্রভাব ফেলতে পারে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email