ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা করল বিসিবি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা করল বিসিবি

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটার মাহিদুল ইসলাম।

সদ্য শেষ হওয়া আফগানিস্তান সিরিজের দল থেকে বাদ পড়েছেন নাঈম শেখ ও নাহিদ রানা। তাদের জায়গায় দলে এসেছেন সৌম্য সরকার ও মাহিদুল ইসলাম।

এ ছাড়া ওয়ানডে স্কোয়াডে ডাকা হয়েছে ব্যাটিং অলরাউন্ডার সৌম্য সরকারকে। চলতি বছরের ফেব্রুয়ারিতে সর্বশেষ চ্যাম্পিয়নস ট্রফিতে জাতীয় দলের হয়ে খেলেছেন তিনি। চোটের কারণে ক্যারিবীয়ানদের বিপক্ষে সিরিজেও নেই লিটন দাস।

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৮, ২১ ও ২৩ অক্টোবর। ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই হবে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে। এরপর দুই দল টি-টোয়েন্টি সিরিজ খেলতে মাঠে নামবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে।

এছাড়া টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো ২৭, ২৯ ও ৩১ অক্টোবর মাঠে গড়াবে।

বাংলাদেশ দল
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email