জীবন বাঁচাতে অ্যানাস্থেসিওলজি সেবা বাড়াতে হবে- ডা. শাহাদাত

জীবন বাঁচাতে অ্যানাস্থেসিওলজি সেবা বাড়াতে হবে- ডা. শাহাদাত

অ্যানাস্থেসিওলজি কেবল অস্ত্রোপচারের সহায়ক শাখা নয়, এটি জীবনরক্ষাকারী সেবার গুরুত্বপূর্ণ অংশ বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

তিনি বলেন, স্বাস্থ্য জরুরি পরিস্থিতি মোকাবিলা ও গ্রামীণ অঞ্চলে মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে অ্যানাস্থেসিওলজি সেবা সম্প্রসারণ জরুরি।

তিনি বৃহস্পতিবার (১৬ অক্টোবর) নগরীর চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল চত্বরে ১৭৯তম বিশ্ব অ্যানাস্থেসিয়া দিবস ২০২৫ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানটি আয়োজন করে বাংলাদেশ অ্যানাস্থেসিওলজিস্ট সমিতি – ক্রিটিক্যাল কেয়ার ও পেইন ফিজিশিয়ানস (BSA-CCPP), চট্টগ্রাম শাখা, এবং পার্টনার হিসেবে ছিল হেলথ কেয়ার ফার্মাসিটিক্যাল লিমিটেড।

মেয়র ডা. শাহাদাত হোসেন তার বক্তব্যে অ্যানাস্থেসিওলজি ও পেইন ম্যানেজমেন্টের গুরুত্ব তুলে ধরেন।

তিনি বলেন, দেশের গ্রামীণ অঞ্চলে স্বাস্থ্যসেবা সম্প্রসারণে অ্যানাস্থেসিওলজির গুরুত্ব অপরিসীম। গ্রামগঞ্জে অনেক চিকিৎসক, বিশেষ করে আমাদের সমন্বিত সহায়তাকারীরা পেইন ম্যানেজমেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। আমরা দেখতে পাই, অনেক সময় সার্জারি কিংবা ফিজিওথেরাপি যথাযথ ফল দেয় না। বিশেষ করে সার্ভাইকাল নেক পেইন বা ক্রনিক ব্যথার ক্ষেত্রে রোগীদের জন্য সঠিক পেইন ম্যানেজমেন্ট অত্যাবশ্যক। এটি শুধুমাত্র ফিজিওথেরাপি বা সার্জারি দিয়ে সমাধানযোগ্য নয়, বরং সময়মতো পেইন মেডিসিনের ব্যবহার রোগীর জীবনমান উন্নত করে এবং চিকিৎসার ফলাফল আরও কার্যকর করে।

তিনি আরো বলেন, আজকের এই বিশেষ দিবসটি শুধু উদযাপনের জন্য নয়, বরং আমাদের শিক্ষার একটি সুযোগ। আমাদের দেশে পেইন ম্যানেজমেন্ট এবং পেইন মেডিসিনের জন্য আরও গবেষণা, প্রশিক্ষণ, সিম্পোজিয়াম ও সেমিনারের আয়োজন করা প্রয়োজন। চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে পেইন ম্যানেজমেন্টে প্রশিক্ষিত ডাক্তাররা শুধু চট্টগ্রাম বা বাংলাদেশের সীমানায় নয়, আন্তর্জাতিকভাবে খ্যাতি অর্জন করবে। আমরা চাই, দেশের প্রতিটি রোগীর কাছে মানসম্মত ও সময়মতো পেইন কেয়ার পৌঁছাক।

আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই হেলথ কেয়ার ফার্মাসিটিক্যাল লিমিটেডকে পার্টনার হিসেবে এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান সফলভাবে আয়োজন করার জন্য। এছাড়াও সকল ডাক্তার, চিকিৎসক এবং সংগঠকদের ধন্যবাদ জানাচ্ছি, যারা প্রতিনিয়ত জনসেবায় নিয়োজিত। আজকের র‍্যালী ও অনুষ্ঠানের মাধ্যমে জনগণের মধ্যে পেইন ম্যানেজমেন্ট ও অ্যানাস্থেসিওলজি বিষয়ে সচেতনতা বৃদ্ধি পাবে, এটাই আমাদের মূল লক্ষ্য।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন, চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. উসিম উদ্দিন, বিএসএ কেন্দ্রীয় উপদেষ্টা ডা. আশরাফুল করিম ভূইয়া, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য প্রফেসর ডা. তমিজ উদ্দিন আহমেদ মানিক, প্রফেসর ডা. কামরুল হাসান, প্রফেসর ডা. বাকি বিল্লাহ সবুজ, প্রফেসর ডা. হারুন অর রশিদ, ডা. বেলায়েত হোসেন ঢালী, ডা. ইফতেখারুল ইসলাম লিটন, ডা. ইমরোজ, ডা. এ কে এম ফজুলুল হক, ডা. মাহমুদুর রহমান প্রমুখ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email