চাকসুতে নির্বাচিতদের পাশে থাকবে ছাত্রদল

চাকসুতে নির্বাচিতদের পাশে থাকবে ছাত্রদল

কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন,বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে রায় দিয়েছে, সেটাই আসল রায়। তবে নির্বাচনে অমোচনীয় কালির ব্যবহার নিয়ে প্রশাসনের আরও সতর্ক থাকা উচিত ছিল।

তিনি বলেন,৩৫ বছর পর অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে নবনির্বাচিতদের কাজে সহযোগিতা ও শিক্ষার্থীদের অধিকার আদায়ে পাশে থাকবে ছাত্রদল।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে শাখা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

তিনি আরও বলেন, ‘নির্বাচন আয়োজনে সংশ্লিষ্ট সবাইকে আমরা ধন্যবাদ জানাই। আমাদের প্যানেলের ইশতেহার বাস্তবায়নে কাজ অব্যাহত থাকবে। নির্বাচনে প্রত্যাশিত ফল না পেলেও নির্বাচিতদের পাশে থাকবে ছাত্রদল। শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ের লড়াইয়ে ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের সঙ্গে থাকবে। ’

এ সময় নবনির্বাচিত এজিএস (সহ-সাধারণ সম্পাদক) আইয়ুবুর রহমান তৌফিক বলেন, ‘চাকসু নির্বাচন আদায়ের আন্দোলনে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছি। শিক্ষার্থীরাই আমাকে নির্বাচিত করেছেন, তাই আমি শুধু ভোটদাতাদের নয়, সব শিক্ষার্থীর প্রতিনিধি হিসেবে কাজ করব। যারা আমার প্রতি আস্থা রেখেছেন, তাদের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করব। ’

সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, সহ-সভাপতি কাজী জিয়াউদ্দিন বাসেত, যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ ও রাজু আহমদ, চবি ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান এবং চাকসুর নবনির্বাচিত এজিএস আইয়ুবুর রহমান তৌফিকসহ সংগঠনের অন্য নেতারা উপস্থিত ছিলেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email