জয় বাংলা’ স্লোগান,সাবেক মন্ত্রী জাবেদ ও ওয়াসিকা সহ ৬৮ জনের বিরুদ্ধে মামলা

জয় বাংলা’ স্লোগান,সাবেক মন্ত্রী জাবেদ ও ওয়াসিকা সহ ৬৮ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জুঁইদণ্ডী ইউনিয়নে রাতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার ঘটনায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও সাবেক অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খানসহ ৬৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেছে পুলিশ।

মামলার এজাহারে বলা হয়েছে, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে জুঁইদণ্ডী ইউনিয়নের চৌমুহনী বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কিছু নেতাকর্মীসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা হাতে লাঠি, রড, ইটপাটকেল, দা ও কিরিচ নিয়ে সরকারবিরোধী স্লোগান দেন এবং বাজার ও আশেপাশের এলাকা প্রদক্ষিণ করেন।

পুলিশ খবর পেয়ে রাত ৯টা ৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছালে মিছিলে অংশগ্রহণকারীরা পালিয়ে যায়। পুলিশ তখন আব্দুল কাদের, আব্দুল খালেক ও মো. আরিফ নামে তিনজনকে আটক করে। এছাড়া ২০টি কাঠের লাঠি, ১০টি ইটের টুকরা, ২টি দেশীয় দা এবং ৮টি লোহার টুকরা জব্দ করা হয়।

পরে আনোয়ারা থানার পুলিশ সন্ত্রাসবিরোধী আইনে সাবেক ভূমিমন্ত্রী জাবেদ, সাবেক অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা, সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক, সাবেক ভূমিমন্ত্রীর ছোট ভাই আনিসুজ্জামান চৌধুরী রনি, সাবেক মন্ত্রীর সহকারী সচিব রিদুওয়ানুল করিম চৌধুরী সায়েমসহ ৬৮ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করে। এছাড়া অজ্ঞাত আরও ৬০-৭০ জনকে আসামি করা হয়েছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, “জুঁইদণ্ডীতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য ৬৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গ্রেপ্তার তিনজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।”

 

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email