নৈতিক শিক্ষাই পারে মানুষকে সত্যিকার মানুষ হিসেবে গড়ে তুলতে : মেয়র ডা. শাহাদাত

নৈতিক শিক্ষাই পারে মানুষকে সত্যিকার মানুষ হিসেবে গড়ে তুলতে : মেয়র ডা. শাহাদাত

সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “নৈতিক শিক্ষাই পারে মানুষকে সত্যিকার মানুষ হিসেবে গড়ে তুলতে। একজন মানুষ বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার বা সরকারি কর্মকর্তা হতে পারেন, কিন্তু যদি তার মধ্যে মানবিকতা ও নৈতিক মূল্যবোধ না থাকে, তবে সেই শিক্ষা অর্থহীন।
রোববার (১৯ অক্টোবর ২০২৫) চট্টগ্রাম সিটি কর্পোরেশন মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫-এর পুরস্কার বিতরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান -এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মেয়র বলেন, “খেলার মাঠ মানুষের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমি দায়িত্ব গ্রহণের পর থেকে ৪১টি ওয়ার্ডে খেলার মাঠ গড়ার উদ্যোগ নিয়েছি। ইতোমধ্যে বেশ কিছু মাঠ উদ্বোধন করেছি, বাকীগুলোও উদ্বোধনের জন্য কাজ চলছে। বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে যা নগরের ক্রীড়া উন্নয়নে নতুন দিগন্ত সৃষ্টি করেছে।”
তিনি আরও বলেন, “মিউনিসিপ্যাল মডেল স্কুল চট্টগ্রামের গর্ব। এখান থেকেই আকরাম খান, আশিষ ভদ্রের মতো কৃতি ক্রীড়াবিদের জন্ম হয়েছে। শিক্ষকদের অবদান অমূল্য। পরিবার, শিক্ষক ও সমাজ—এই তিনটি উপাদান একসাথে কাজ করলে একজন শিক্ষার্থী মানুষ হিসেবে গড়ে ওঠে। তাই শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও অভিভাবকদের প্রতি সম্মান প্রদর্শন অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে মেয়র বলেন, “আমি বড় ডাক্তার হতে পারি, কিন্তু যদি একজন গরীব রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিতে না পারি, তবে সেই শিক্ষা অর্থহীন। তাই আমাদের প্রয়োজন নৈতিকতা ও মানবিক মূল্যবোধভিত্তিক শিক্ষা।”
ব্রেস্ট ক্যান্সার সচেতনতা বিষয়ে তিনি বলেন, “অক্টোবর মাস বিশ্বব্যাপী ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস হিসেবে পালিত হচ্ছে। আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ এলাকাকে ‘পিঙ্ক জোন’ ঘোষণা করেছি এবং লিভার ক্যান্সার সচেতনতায় সবুজ রঙে সাজিয়েছি মেডিকেল কলেজ এলাকা। হেলদি, সেফ ও স্মার্ট সিটি গড়ে তোলাই এখন আমাদের মূল লক্ষ্য।”
বাংলাদেশের সাংস্কৃতিক অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা প্রসঙ্গে মেয়র বলেন, “স্বাধীনতা, গণতন্ত্রের পাশাপাশি শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতিতে দেশকে এগিয়ে নিতে হবে। দুর্নীতিমুক্ত, সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনে তরুণ প্রজন্মকেই নেতৃত্ব দিতে হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, শিক্ষা কর্মকর্তা নাজমা বিনতে আমিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেদুল কবির চৌধুরী, অধ্যক্ষ আবু তালেব মোহাম্মদ বেলাল, প্রভাষক কানিজ ফাতেমা তুলি, প্রভাষক আবদুল হক, কোতোয়ালী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন, সিআইপি হেলাল উদ্দিন, আলাউদ্দিন আলী নূরসহ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

রেলস্টেশনে রাস্তার উপর যত্রতত্র মালামাল রাখায় ব্যবসায়ীদের সতর্ক করলেন মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন নগরীর পুরাতন রেলস্টেশন সংলগ্ন এলাকায় রাস্তার উপর ও ফুটপাত দখল করে রাখা দোকানের মালামাল উচ্ছেদ করেন এবং দোকানদারদের সতর্ক করেন।
আজ রবিবার দুপুরে মেয়র ওই এলাকায় পরিদর্শনকালে ফুটপাত ও রাস্তার উপর দোকানের মালামাল রাখায় অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, “একটি গ্রিন, ক্লিন, হেলদি ও সেইফ সিটি বিনির্মাণে সবাইকে এগিয়ে আসতে হবে। ফুটপাত ও রাস্তা দখল করে কোনো ব্যবসা পরিচালনা করা যাবে না।”
মেয়র ডা. শাহাদাত হোসেন ব্যবসায়ীদের নির্দিষ্ট স্থানে বসে ব্যবসা পরিচালনা করার নির্দেশ দেন এবং নালা-নর্দমায় ময়লা-আবর্জনা না ফেলার জন্য সচেতনতা তৈরি করতে আহ্বান জানান।
তিনি আরও বলেন, “চট্টগ্রাম শহর সবার। শহরকে পরিচ্ছন্ন রাখতে নাগরিক দায়িত্ববোধ জাগিয়ে তুলতে হবে। সিটি করপোরেশন নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছে, কিন্তু নাগরিক সচেতনতা ছাড়া টেকসই পরিবর্তন সম্ভব নয়।”

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email