চট্টগ্রাম জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

আজ রোববার সকাল ১০টা ৩০ মিনিটে চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে চট্টগ্রাম জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রামের নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব সাইফুল ইসলাম।

সভায় জেলার সামগ্রিক উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং বিভিন্ন সরকারি দপ্তরের চলমান প্রকল্প ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় চট্টগ্রাম জেলা পরিষদ, উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ওয়াসা, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, শিক্ষা, স্বাস্থ্য, এলজিইডি,খাদ্য অধিদপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।
বিভিন্ন, সভায় জেলার অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, জলাবদ্ধতা নিরসন, পরিবেশ সংরক্ষণ, দারিদ্র্য বিমোচন ও নাগরিক সেবার মানোন্নয়নসহ নানা বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

সভা শেষে জেলা প্রশাসক কর্মকর্তাদের জনগণের সেবায় আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email